![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/05/SRK-FILM-380x214.jpg)
করোনা আবহে কোনও কাজই শেষ হচ্ছে না৷ আটকে আছে বলিউডের বহু ছবির শুটিং৷ তালিকায় রয়েছে বাদশা শাহরুখ অভিনীত পাঠান ছবিটি৷ তবে এদিন এক টুইট বার্তায় কিং খান জানান, সিদ্ধার্থ আনন্দের পাঠান ছবির শুটিং শেষ হচ্ছে খুব শিগগির৷ এমনকী, একুশের শেষে নতুন ছবির কাজে হাত দিতে চলেছেন৷ চলতি বছরেই শুরু শুটিং৷
. @iamsrk to start @Atlee_dir 's new movie by end of 2021.. #Pathan will be completed before that..
— Ramesh Bala (@rameshlaus) May 26, 2021