Shah Rukh Khan: একুশের শেষেই শুটিং সেটে শাহরুখ, কি ছবি?
শাহরুখ খান (Photo Credits: File Photo)

করোনা আবহে কোনও কাজই শেষ হচ্ছে না৷ আটকে আছে বলিউডের বহু ছবির শুটিং৷ তালিকায় রয়েছে বাদশা শাহরুখ অভিনীত পাঠান ছবিটি৷ তবে এদিন এক টুইট বার্তায় কিং খান জানান, সিদ্ধার্থ আনন্দের পাঠান ছবির শুটিং শেষ হচ্ছে খুব শিগগির৷ এমনকী, একুশের শেষে নতুন ছবির কাজে হাত দিতে চলেছেন৷ চলতি বছরেই শুরু শুটিং৷