কলকাতা, ১৬ ডিসেম্বরঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata International Film Festival) উদ্বোধনী অনুষ্ঠানে একেবারেই চাঁদের হাট বসেছিল। বলিউডের নামীদামী সব তারকারা এদিন পৌঁছে গিয়েছিলেন নেতাজী ইন্দোর স্টেডিয়ামে। যেখানে বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর আয়োজিত হয়েছিল ২৮’তম চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) উদ্বোধনী অনুষ্ঠান। শাহরুখ খান (Shah Rukh Khan), সস্ত্রীক অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রানি মুখার্জি (Rani Mukerji), মহেশ ভাট (Mahesh Bhatt), শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং (Arijit Singh) থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) প্রমুখ তারকাদের ভিড় জমেছিল অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Anand Bose) উপস্থিতি চলচ্চিত্র অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
দেখুনঃ
[Video]: And the #Pathaan dialogue from King #ShahRukhKhan at #KIFF2022 #KIFF@iamsrk#KolkataWelcomesPathaan pic.twitter.com/V9bmzsdRur
— Team Shah Rukh Khan Fan Club (@teamsrkfc) December 15, 2022
এদিন উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে শাহরুখকে (Shah Rukh Khan In KIFF 2022) বলতে শোনা গেল তাঁর আসন্ন ছবি ‘পাঠান’এর (Pathaan) ডায়ালগ। যা শুনে মঞ্চে উপস্থিত থাকা প্রতিটা দর্শক তুমুল উত্তেজনায় ফেটে পরে। একদিকে পাঠান বিতর্ক (Pathaan Controversy)। অন্যদিকে চলচ্চিত্র উৎসবের মঞ্চে ‘পাঠান’ এর ডায়ালগ। হাওয়া কোনদিকে বইছে তা বোঝা মুশকিল। যদিও এদিন কিং খান তাঁর দর্শকদের বার্তা দিয়েছেন, যাই হয়ে যাক না কেন সব সময় পজিটিভ থাকতে হবে।