SRK Holds Snake in Hand (Photo Credits: X)

মুম্বই, ১৯ নভেম্বরঃ আম্বানিদের পার্টিতে গলায়, হাতে সাপ ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বলিউড বাদশার এমন কাণ্ড দেখে বেজায় অবাক হয়েছেন তাঁর অনুরাগীরা। নেটপাড়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, আম্বানি (Mukesh Ambani) পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani) নিজের হাতে একটি বিদেশী সাপ তুলে দিচ্ছেন অভিনেতার হাতে। সেখানে উপস্থিত হয়েছেন অনন্তের বাগদত্তা রাধিকাও (Radhika Merchant)। পিছন থেকে অপর এক ব্যক্তি শাহরুখের গলায় ঝুলিয়ে দিলেন আরও এক সাপ। এই দৃশ্য কল্পনা করলেই গা শিউরে ওঠার জো। আর তা প্রত্যক্ষ করছেন স্বয়ং কিং খান (SRK)।

শাহরুখ খানের এক ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। পরনে কালো শার্ট। মাথায় ঝাঁকড়া চুল আর চোখে কাল চশমা। বরাবরে মতই অভিনেতার লুক ছিল একঘর। তবে সাপ হাতে নিয়ে কী করছেন অভিনেতা?

দেখুন সেই ভিডিয়ো...

এই দৃশ্য আসলে মুকেশ আম্বানির (Mukesh Ambani) যমজ নাতি-নাতনি আদিয়া এবং কৃষ্ণের ১ বছরের জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছে (Aadiya and Krishna’s Birthday Party)। দেখতে দেখতে এক বছরে পা দিয়েছে আদিয়া এবং কৃষ্ণ। যমজ নাতি নাতনির জন্মদিন উপলক্ষ্যে গতকাল শনিবার আয়োজিত হয়েছিল বিশাল পার্টির। ঈশা আম্বানি (Isha Ambani) এবং আনন্দ পরিমলের দুই সন্তানের বার্থ ডে পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের নামীদামী তারকারা। শাহরুখ খান থেকে ক্যাটরিনা কাইফ, করণ জোহার, অনন্যা পাণ্ডে, হার্দিক, নাতাশা, ক্রুনাল, কিয়ারা সহ আরও একঝাঁক তারকার দর্শন মিলেছে মুকেশ আম্বানির যমজ নাতি নাতনির প্রথম জন্মদিনের পার্টিতে।