একইরকম চুলের স্টাইল, একই মুখের ভাঁজ শাহরুখ খানের 'ডুপ্লিকেট' ইব্রাহিম কাদরি (Shah Rukh Khan Doppelganger Ibrahim Qadri) সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। নকল শাহরুখ খান হিসাবেই তিনি শাহরুখ ভক্তদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। অভিনেতার আসন্ন ছবি 'জওয়ান'এর (Jawan) লুকে ধরা দিলেন ইব্রাহিম। মুখে হাতে রক্তমাখা কাপড় বাধা। 'জাওয়ান'এর টিজারে (Jawan Teaser) ঠিক যেভাবে দেখা গিয়েছে অবিকল একই পোশাক, জুতো আর সাজসজ্জায় ধরা দিলেন 'ডুপ্লিকেট' শাহরুখ (Duplicate Shah Rukh Khan)। নেটপাড়ায় সেই ভিডিয়ো উঠে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়। সমালোচনা থেকে প্রশংসা ভক্তদের থেকে দুটো সমানতালে কুড়িয়েছেন ইব্রাহিম (Shah Rukh Khan Doppelganger)।
আরও পড়ুনঃ কিয়ারার সঙ্গে মাইক হাতে গান গাইলেন কার্তিক, নেটপাড়ায় উঠে এল ভিডিয়ো, দেখুন
পাঠানের (Pathaan) দুর্দান্ত সাফল্যের পর থেকেই জওয়ানের (Jawan) পথ চেয়ে অধীর আগ্রহে বসে রয়েছেন কিং খান অনুরাগীরা। ছবির ট্রেলার মুক্তি নিয়ে সদ্য বড় চমক ঘোষণা করেছেন জওয়ান নির্মাতারা।
দেখুন জাওয়ান লুকে ইব্রাহিম...
View this post on Instagram
আগামী ১২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হলিউড ছবি মিশন মিশন ইম্পসিবল ৭ (Mission: Impossible – Dead Reckoning Part One )। সেই ছবির সঙ্গেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জওয়ানের ট্রেলার (Jawan Trailer)। সিদ্ধান্ত ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন ভক্তরা। ৭ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' (Jawan)।