মুম্বই, ২৮ অগাস্ট : পাঠানের (Pathan) একটি গানের দৃশ্যের শ্যুটিংয়ের জন্য স্পেনে যাচ্ছেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। বলিউড সিনেমাকে বিশ্বের মানচিত্রে আরও বড় করে পরিচিত দিতে স্পেনের ওই জায়গায় শ্যুটিং করবেন পরিচালক সিড আনন্দ এবং প্রযোজক আদিত্য চোপড়া। কোনওভাবে ওই শ্যুটিংয়ের অংশ যাতে বাইরে আসতে না পারে, তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
জানা যাচ্ছে, এর আগে বলিউডের ( Bollywood)কোনও ছবির গানের দৃশ্য স্পেনে শ্যুট করা হয়নি। পাঠান দেখে দর্শক যাতে মুখ ফেরাতে না পারেন, সে বিষয়ে সবদিক থেকে চেষ্টা চালানো হচ্ছে বলেও খবর।
আরও পড়ুন: Pavitra Rishta 2: সুশান্তের স্মৃতি উসকে 'পবিত্র রিস্তা টু'-এ অঙ্কিতা, দেখুন ভিডিয়ো
যশরাজ ফিল্মসের ব্যানারে পাঠানের শ্যুটিং করতে গিয়ে মাঝে মধ্যেই শাহরুখ খানের (SahRukh Khan) লুক সামনে এসেছে। তবে দীপিকার (Deepika Padukone) লুক এখনও প্রকাশ্যে আসেনি। জিরো মুখ থুবড়ে পড়ার পর পাঠানের মাধ্যমেই ফের বলিউডে আত্মপ্রকাশ করবেন কিং খান। অন্যদিকে ওম শান্তি ওম, চেন্নাই এক্সপ্রেসের পর এবার ফের শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ব্লক বাস্টার দেবেন দীপিকা পাড়ুকোন। এমনই মনে করছেন অনুরাগীরা।