পবিত্র রিস্তায় সুশান্ত, অঙ্কিতা, ছবি ভিডিয়ো থেকে নেওয়া

মুম্বই, ২৮ অগাস্ট: সুশান্ত সিং রাজপুত নেই। আর এবার সুশান্ত সিং রাজপুতকে ছাড়াই এবার পবিত্র রিস্তার (Pavitra Rishta 2) শ্যুটিং শুরু করেন একতা কাপুর। অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande) এবং শাহির শেখকে কেন্দ্র করেই পবিত্র রিস্তা টু-এর শ্যুটিং শুরু করেন একতা। এবার পবিত্র রিস্তা টু কবে থেকে শুরু হবে, সেই আভাস দিলেন একতা।  নিজের সোশ্যাল হ্যান্ডেলেই প্রোমোর ভিডিয়ো দেখান পরিচালক।

দেখুন...

 

View this post on Instagram

 

গত বছর সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকেই পবিত্র রিস্তা নিয়ে জল্পন ছড়ায়। একতা কাপুর জনপ্রিয় মেগার পার্ট টু তৈরি করতে চান বলে জানান। তবে সুশান্ত অর্থাৎ মানবকে ছাড়া কীভাবে পবিত্র রিস্তা টু সম্পূর্ণ হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন সুশান্ত অনুরাগীরা।

আরও পড়ুন: Taliban: লাদেন জড়িত ছিল ৯/১১-র হামলায়, এমন প্রমাণ মেলেনি, দাবি তালিবানের

এবার শাহির শেখ এবং অঙ্কিতা লোখন্ডে হাজির হচ্ছেন পবিত্র রিস্তায় মানব এবং অর্চনা রূপে। দর্শকদের এই নতুন জুটি কতটা ভাল লাগে, তা সময়ই বলবে।