বাসু চ্যাটার্জি (Photo Credits: Twitter
৯৩ বছর বয়সে মুম্বইয়ে প্রয়াত হলেন চলচ্চিত্র পরিচালক-চলচ্চিত্র নাট্যকার বাসু চ্যাটার্জি
৪ জুন দুপুর ২টো নাগাদ মুম্বইয়ের সান্টাক্রুজ শ্মশানে শেষকৃত্য সম্মন্ন হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে তা পিছিয়ে যায়।
গত এক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় সমস্যায় ভুগছিলেন বাসু চ্যাটার্জি। কাউকে চিনতে পারতেন না। কথাও ঠিকঠাক বলতে পারতেন না।
বড় মেয়ের স্বামী ছিলেন চিকিৎসক। তাঁর তত্ত্বাবধানেই ছিলেন বাসু চ্যাটার্জি।
নিসর্গ ঘূর্ণিঝড়ের দাপটে আজও বৃষ্টিতে ভিজছে মুম্বই। সেই বৃষ্টির মধ্যেই বাসু চ্যাটার্জিকে চিরবিদায় জানাতে সান্টাক্রুজ শ্মশানঘাটে হাজির ছিলেন কলাকুশলীরা।
ছোটি সি বাত, রজনীগন্ধা, বাতো বাতো মেইন, এক রূকা হুয়া ফয়সালা এবং চামেলি কি শাদি-র মতো চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন
দূরদর্শনের দু'টি জনপ্রিয় টিভি সিরিজ 'ব্যোমকেশ বক্সী' এবং 'রজনি'-র পরিচালনা করেন তিনি
বাসু চ্যাটার্জির মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।