Sara Ali Khan: জিম থেকে বেরিয়ে হাতজোড় করে প্রণাম সারা আলি খানের, মুগ্ধ ভক্তরা
সারা আলি খান (Photo Credits: Yogen Shah)

মুম্বই, ৩০ অক্টোবর: সকাল সকাল বেশ খোশমেজাজে দেখা যায় সইফ কন্যা সারা আলি খানকে (Sara Ali Khan)। জিম থেকে বেরিয়ে হাতজোড় করে প্রণাম করলেন ভক্তদের (Fans)। এরপর হাত নেড়ে 'হ্যালো হাই' করতেও ভুললেন না। তাঁর ব্যবহারে আপ্লুত নেটিজেন (Netizen) ও  ভক্তরা। সারা আলি খানের সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তাঁর বিনম্র আচরণ মন কেড়েছে সবার। নেটিজেনদের মনে সাড়া জাগিয়েছেন সারা আলি খান। রূপোলি পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রীকে এভাবে ভক্তদের  অবলীলায় প্রণাম করতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নেটিজেনরা।

বুধবার সকালে জিম থেকে বেরিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন তিনি। আচমকাই ভক্তরা সেখানে এসে ভিড় করেন। সারাকে দেখেই হাত নাড়াতে শুরু করেন তাঁরা। সারাও কিন্তু নিরাশ করেননি ভক্তদের। একটুও বিরক্ত না হয়ে একগাল হাসি হেসে সবাইকে  প্রণাম করলেন। আরও পড়ুন, সাদা খোলামেলা লেহেঙ্গায় উষ্ণতা ছড়াচ্ছিলেন বেশ, আগুন লেগে হঠাৎ ঘটল বিপত্তি

(Photo Credits: Yogen Shah)

(Photo Credits: Yogen Shah)

গত বছর সুশান্ত সিং রাজপুতের বিপরীতে 'কেদারনাথ' (Kedarnath) ছবিতে অভিষেক হয় (Debut) সারা আলি খানের। এর কিছুদিন পরেই মুক্তি পায় তাঁর দ্বিতীয় ছবি 'সিম্বা' (Simmba)। দুটি ছবিই বক্স অফিসে বেশ হিট। পরিচালক রোহিত শেঠির এই সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেন তিনি। পরপর দুটি সিনেমা মুক্তি পাওয়ার পর আপাতত বরুণ ধাওয়ানের সঙ্গে 'কুলি নম্বর ওয়ান'-এর শ্যুটিংয়ে ব্যস্ত সারা আলি খান। শোনা যাচ্ছে, 'লভ আজকাল'-র সিক্যুয়েলেও দেখা যাবে সারাকে। এই সিনেমায় সইফকন্যার বিপরীতে কার্তিক আরিয়ানকে অভিনয় করতে দেখা যাবে বলে খবর।