Saif Ali Khan: সারার কোলে ছোট্ট জেহ, ৪ সন্তানকে নিয়ে সইফের ঈদ
সইফদের পারিবারিক ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মুম্বই, ২২ জুলাই: বাবার সঙ্গে ঈদ কাটালেন সারা, ইব্রাহিম। সঙ্গে ছিল ছোট দুই ভাই তৈমুর (Taimur) এবং জেহ (Jeh)। ইদুজ্জোহার দিন সারা আলি খানের সোশ্যাল হ্যান্ডেলে পতৌদি পরিবারের ছবি ভেসে ওঠে। যেখানে সইফকে তাঁর ৪ সন্তানের সঙ্গে দেখা যায়। সইফের কোলে তৈমুর থাকলেও, জেহ-কে দেখা যায় দিদি সারার (Sara Ali Khan) কোলে।

ঈদের (Eid-Al-Adha) দিন সইফের সঙ্গে তাঁর ৪ সন্তানের ছবি দেখে খুশি হয়ে যান অনুরাগীরা। সেই সঙ্গে তাঁদের ভালবাসা জানাতে শুরু করেন প্রত্যেকে।

আরও পড়ুন: Salman Khan: সলমনের নাকি স্ত্রী, সন্তান রয়েছেন দুবাইতে, জোর শোরগোল

দেখুন..

 

 

View this post on Instagram

 

সম্প্রতি কনিষ্ঠ সন্তানের নাম প্রকাশ করেন করিনারা (Kareena Kapoor Khan)। সেখানেই জানা যায়, তৈমুরের ছোট ভাইয়ের নাম জেহ। সমালোচনার ভয়ে জন্মের পর  থেকে কনিষ্ঠ সন্তানের নাম প্রকাশ করেননি করিনা কাপুর খান এবং সইফ আলি খান (Saif Ali Khan)। তবে জেহ-র নাম প্রকাশ করলেও, তার মুখ এখনও স্পষ্টভাবে দেখাননি পতৌদি এবং কাপুররা। ঈদের ছবিতেও জেহ-র মুখ ঢেকে দিতে দেখা যায় সারা আলি খানকে।