সলমন খান। (Photo Credits: Yogen Shah)

মুম্বই, ২১ জুলাই: সলমন খানের (Salman Khan) নাকি স্ত্রী, সন্তান রয়েছেন দুবাইতে (Dubai)। কতদিন আর স্ত্রী এবং ১৭ বছরের মেয়েকে ছেড়ে ভারতে লুকিয়ে থাকবেন সলমন? আরবাজ খানের শোয়ে এমনই প্রশ্নের মুখে পড়তে হয় বলিউড (Bollywood) ভাইজানকে।

সম্প্রতি আরবাজ খান ফের তাঁর টক শো নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হন। এই মরশুমে আরবাজের প্রথম তারকা অতিথি হিসেবে হাজির হন সলমন। আরবাজের শোয়েই সলমনের স্ত্রী, কন্যা রয়েছেন বলে এক সমালোচক দাবি করেন। এমনকী, সলমনকে 'ভীতু' বলেও কটাক্ষ করেন তিনি।

আরও পড়ুন: Shilpa Shetty: পর্নোগ্রাফি মামলায় কি জড়িত শিল্পা শেট্টি? কী জানাল মুম্বই পুলিশ

যার উত্তরে সলমন স্পষ্ট জানিয়ে কদেন, তিনি ভারতের নাগরিক। মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বাবা সেলিম খান, মা সালমা খান এবং পরিবারের অন্যদের সঙ্গে তিনি থাকেন। তিনি কেন দুবাইতে থাকবেন? তিনি হিন্দুস্থানের বাসিন্দা। যে বা যাঁরা এই ধরনের মন্তব্য করছেন, তা না জেনেই করছেন বলেও বক্তব্য প্রকাশ করেন সলমন।