মুম্বই, ২১ জুলাই: পর্নোগ্রাফি (Pornography) মামলায় শিল্পা শেট্টি (Shilpa Shetty) জড়িত রয়েছেন কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কোনও তথ্য প্রমাণ মেলেনি। তবে তদন্ত চলছে। উপযুক্ত প্রমাণ পেলে অবশ্যই এ বিষয়ে প্রকাশ্যে আনা হবে। এমনই জানানো হল মুম্বই পুলিশের তরফে।
পাশাপাশি মুম্বই পুলিশের (Mumbai Police) তরফে আরও জানানো হয়, পর্নোগ্রাফি মামলায় যাঁরা জড়িত, তাঁরা যেন নিজে থেকেই এগিয়ে এসে, সাহায্য করেন। পুলিশ সঠিক সময় মতো এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করবে বলেও জানান মুম্বইয়ের পুলিশ কমিশনার।
আরও পড়ুন: Raj Kundra: পর্নোগ্রাফি তৈরির অভিযোগ, রাজ কুন্দ্রার বিরুদ্ধে নীরবতা ভাঙলেন কঙ্গনা
শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বলিউড (Bollywood) জুড়ে জোর শোরগোল শুরু হয়। হটশটস নামে একটি অ্য়াপের মাধ্যমে পর্ন ভিডিয়ো ছড়িয়ে দিত রাজ কুন্দ্রার কোম্পানি। তাঁর অফিস থেকেও এ বিষয়ে একাধিক তথ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয় মুম্বই পুলিশের তরফে।