Salman Khan, Salim Khan With Family (Photo Credit: Instagram)

মুম্বই, ১৯ সেপ্টেম্বর: সলমন খানের (Salman Khan) বাবা সেলিম খানকে (Salim Khan) হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ২ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন একজন পুরুষ এবং এক মহিলা। মুম্বই পুলিশ সূত্রে মিলছে এই খবর। বুধবার সকালে সলমন খানের বাবা সেলিম খান যখন কার্টার রোডে ছিলেন, সেই সময় বোরখা পরা এক মহিলা তাঁকে হুমকি দেন। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে ডাকব কি বলে সেলিম খানকে হুমকি দেওয়া হয় বলে খবর মেলে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয় শোরগোল। পুলিশ এরপর শুরু করে তল্লাশি। অবশেষে সেলিম খানকে হুমকি দেওয়া মহিলা এবং তাঁর সঙ্গে থাকা ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে।

অভিযুক্ত মহিলা এবং তাঁর সঙ্গীকে পুলিশ গ্রেফতার করে। দেখুন ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

রিপোর্টে প্রকাশ, সলমন খানের বাবা সেলিম খান প্রাতঃভ্রমণ সেরে যখন  বসেছিলেন বাড়ির বাইরে, সেই সময় একটি বাইক কয়েক মুহূর্তের জন্য তাঁর কাছে এসে দাঁড়ায়।

আরও পড়ুন: Salman Khan's Father Salim Khan: 'লরেন্স বিষ্ণোইকে ডাকব নাকি?' সলমন খানের বাবাকে হুমকি মহিলার, রিপোর্ট

ব্যান্দ্রার কার্টার রোডে সেলিম খানকে দেখে সেখানে দুজন এসে হাজির হন। বোরখা পরা এক মহিলাকে সেলিম খানের কাছে যান এবং তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। 'লরেন্স বিষ্ণোইকে ডাকব নাকি' বলে হুমকি দেওয়া হয় সলমন খানের বাবাকে। যে খবর প্রকাশ্যে আসতেই পুলিশ খোঁজ শুরু করে।

সলমন খানের ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে সম্প্রতি গুলি চালানোর খবর আসে। যে ঘটনার পর তার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। ওই ঘটনার পর ফের সলমন খানের বাবাকে হুমকি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জল্পনা শুরু হয়।