Salman Khan, Salim Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৯ সেপ্টেম্বর: লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) নাম করে হুমকি দেওয়া হল সলমন খানের (Salman Khan) বাবা সেলিম খানকে (Salim Khan)। এমনই অভিযোগের জেরে এবার তদন্ত শুরু করল মুম্বই পুলিশের একটি দল। রিপোর্টে প্রকাশ, সলমন খানের বাবা সেলিম খান প্রাতঃভ্রমণ সেরে যখন  বসেছিলেন বাড়ির বাইরে, সেই সময় একটি বাইক কয়েক মুহূর্তের জন্য তাঁর কাছে এসে দাঁড়ায়।

ব্যান্দ্রার কার্টার রোডে সেলিম খানকে দেখে সেখানে দুজন এসে হাজির হন। বোরখা পরা এক মহিলাকে সেলিম খানের কাছে যান এবং তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। 'লরেন্স বিষ্ণোইকে ডাকব নাকি' বলে হুমকি দেওয়া হয় সলমন খানের বাবাকে। যে খবর প্রকাশ্যে আসতেই পুলিশ খোঁজ শুরু করেছে।

সলমন খানের ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে সম্প্রতি গুলি চালানোর খবর আসে। যে ঘটনার পর তার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাং। ওই ঘটনার পর ফের সলমন খানের বাবাকে হুমকি দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের জল্পনা শুরু হয়।

প্রসঙ্গত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে হত্যা করে লরেন্স বিষ্ণোই গ্যাং। মুসেওয়ালার হত্যার পর ফের সলমন খানকে হুমকি দিতে শুরু করে গ্যাংস্টার বিষ্ণোই। যার জেরে সলমন খানের নিরাপত্তা বৃদ্ধি করা হয় মুম্বই পুলিশের তরফে।