মুম্বই, ২৭ এপ্রিলঃ অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও সলমন খান (Salman Khan) টার অনুরাগীদের মন জয় করেছেন। সঞ্চালনায় তাঁকে টেক্কা দেওয়া বেজায় কঠিন। বিগ বসের (Bigg Boss) সঞ্চালক হিসাবে বিগত দশ এগারো বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছেন তিনি। তবে এবার ফিল্মফেরার ২০২৩ এর মঞ্চেও সঞ্চালক হিসাবে দেখা যাবে ভাইজানকে। ফিল্মফেয়ার ২০২৩ এর সঞ্চালনার গুরু দায়িত্ব সামলাবেন তিনি।
বৃহস্পতিবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ফিল্মফেয়ার ২০২৩ এর আসর বসবে। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সলমনের পাশাপাশি সঞ্চালনা করতে দেখা যাবে ভিকি কৌশল (Vicky Kaushal) এবং মনিষ পলকে। ফিলফেয়ারের আগে নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। লিখেছেন, ‘কেউ জানে না আগামীকাল কী হতে চলেছে, কিন্তু এই ক্ষেত্রে আগামীকাল ফিল্মফেয়ারের আসর বসতে চলেছে। আশা করছি ভালো ভাবে হয়ে যাবে। আপনারাও প্রার্থনা করুণ। কারণ প্রার্থনায় অনেক ক্ষমতা রয়েছে’।
সলমন খানের পোস্ট...
Nobody knows what tomorrow holds…. Not true in this case as it’s Filmfare Awards tomorrow.. बस अच्छे से हो जाये, दुआ करो क्यूंकि दूआओं में हैं बड़ा दम, वन्दे मातरम्।#FilmfareAwards pic.twitter.com/D9x7KmyFPf
— Salman Khan (@BeingSalmanKhan) April 26, 2023
কাজের প্রসঙ্গে, ঈদ উপলক্ষ্যে গত ২১ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। প্রতি বছরই ঈদে সলমন তাঁর অনুরাগীদের জন্যে একটি করে ছবি বানান। কিন্তু মাঝে করোনা পরিস্থিতির জন্যে ভাইজানের সেই চেনা ছন্দে পতন ঘটেছিল ঠিকই কিন্তু আবার নিজের তালে ফিরেছেন তিনি। তবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর বক্স অফিস সংগ্রহ তাক লাগানোর মত নয়। বেশ মন্থর গতিতেই এগোচ্ছে সলমনের ছবির ব্যবসা।