Salman Khan at Sitaare Zameen Par Screening (Photo Credits: Instagram)

মুম্বই, ২০ জুনঃ বৃহস্পতিবার রাতে মুম্বইয়ে আয়োজিত হয়েছিল আমির খানের 'সিতারে জমিন পার'এর (Sitaare Zameen Par) স্পেশাল স্ক্রিনিং। বলিউড তারকাদের সমারোহে মেতে উঠেছিল ছবির প্রিমিয়ার। একই মঞ্চে তিন খান আমির (Aamir Khan), শাহরুখ (Shah Rukh Khan) এবং সলমনের (Salman Khan) জমজমাট উপস্থিতিতে 'সিতারে জমিন পার'এর প্রমিয়ার এক্কেবারে জমে ক্ষীর। তারকাদের ক্যামেরাবন্দি করতে একদিকে যেমন উপস্থিত ছিলেন পাপারাৎজি, তেমনই তারকা দর্শনে ভিড় করেছিলেন অসংখ্য ভক্ত। ভাইরাজনের আঁটসাঁট নিরাপত্তা গলে এক কিশোর ঢুকে পড়ে তাঁর নিরাপত্তা বলয়ের মধ্যে। সঙ্গে সঙ্গে সলমনের নিরাপত্তারক্ষীরা তাকে টেনে বের করে দেন। যা দেখে নিরাপত্তারক্ষীকে বাধা দেন সলমন। বলেন, 'বাচ্চাদের ধাক্কা দিয়ে বের করো না'। শুক্রবার, ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সলমনের নিরাপত্তা বলয়ে ঢুকে পড়ল এক বালক

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

সিতারে জমিন পার-এর স্ক্রিনিংয়ে শাহরুখ খান। ছবির তারকদের সঙ্গে করছেন খুনসুটি। আমিরের ছবির স্ক্রিংয়ে ছিলেন তাঁর নতুন প্রেমিকা গৌরীও।

দেখুন ভিডিওঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)