মুম্বই, ১০ অক্টোবর : বুধবার রাতে মৃত্যু হয় রতন টাটার (Ratan Tata)। মুম্বইতে (Mumbai) মৃত্যু হয় শিল্পপতির। রতন টাটার মৃত্যুর পর তাঁর জীবনের একাধিক কাহিনী প্রকাশ্যে আসতে শুরু করেছে। রতন টাটার মৃত্যুর পর একাধিক কাহিনী সামনে আসতে শুরু করেছে। রতন টাটার মৃত্যুর পর বলিউড (Bollywood) অভিনেত্রী তথা জনপ্রিয় সঞ্চালক সিমি গ্রেওয়ালের (Simi Grewal) কথা সামনে আসছে। যে সিমি গ্রেওয়াল যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়ার তুতো বোন।
শুধু তাই নয়, সম্পর্ক ভাঙলেও রতন টাটাকে সব সময় সম্মানের চোখে দেখতেন সিমি। এমনকী, তার মত একজন এত বড়মাপের সফল মানুষ কখনও অর্থ দিয়ে কোনও কিছু বিচার করতেন না বলেও জানান সিমি গ্রেওয়াল।
আরও পড়ুন: Ratan Tata Dies: কেন্দ্রীয় মন্ত্রীরা হাজির, পূর্ণ মর্যাদায় শেষ বিদায় রতন টাটার, দেখুন ভিডিয়ো
রতন টাটার পাশাপাশি সইফ আলি খানের বাবা মনসুর আলি খান পতৌদির সঙ্গে সিমি গ্রেওয়াল এক সময় সম্পর্কে জড়ান বলে জানা যায়। শর্মিলা ঠকুরের সঙ্গে বিয়ের আগে মনসুর আলি সিমির সঙ্গে ডেট করতেন বলে শোনা যায়।