মুম্বই, ৭ এপ্রিলঃ আইনি জটিলতায় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল (Ameesha Patel)। জালিয়াতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। আড়াই কোটি টাকা নিয়ে ফেরত দেননি অভিনেত্রী। আমিশা এবং তাঁর ব্যবসায়ী সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে ওয়ারেন্টি জারি করল রাঁচির সিভিল কোর্ট।
জালিয়াতি এবং চেক বাউন্সের মামলায় অভিনেত্রী আমিশা প্যাটেল এবং তাঁর ব্যবসায়ী সঙ্গী ক্রুনালের বিরুদ্ধে এই ওয়ারেন্টি জারি করেছে রাঁচির সিভিল কোর্ট। কিন্তু জানা যাচ্ছে, মামলায় সমন পাঠানো সত্ত্বেও অভিনেত্রী কিংবা তাঁর আইনজীবী কেউই উপস্থিত হননি আদালতে।
নায়িকার বিরুদ্ধে প্রতারণার মামলাটি দায়ের করেছিলেন রাঁচির বাসিন্দা অজয় কুমার সিং। যিনি পেশায় একজন প্রযোজক। তাঁর অভিযোগ, নায়িকা ‘দেশি ম্যাজিক’ নামে একটি ছবিতে প্রযোজককে অর্থ বিনিয়োগ করার জন্যে প্রস্তাব দেন। সেই প্রস্তাবে রাজি হয়ে প্রযোজক আমিশার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২.৫ কোটি টাকা পাঠিয়েছিলেন। কিন্তু ২০১৩ সালে সেই ছবির শুটিং শুরু হলেও এখনও তা শেষ হয়নি। ফলে নিজের বিনিয়োগ করা অর্থ এখনও ফেরন পাননি তিনি।
ছবিতে বিনিয়ক করা টাকা ফেরত চাওয়ায় অভিনেত্রী এবং তাঁর ব্যবসায়ী সঙ্গী ক্রুনাল ২০১৮ সালে আড়াই কোটি এবং ৫০ লক্ষের দুটি চেক দিয়েছিলেন অজয় কুমারকে। কিন্তু সেই চেক দুটি বাউন্স হয়ে যায়। এরপরেই আমিশা প্যাটেল এবং ক্রুনালের বিরুদ্ধে জালিয়াতি এবং চেক বাউন্সের মামলা দায়ের করেন রাঁচির প্রযোজক অজয় কুমার সিং।
তাঁদের পরবর্তী শুনানির তারিখ ১৫ এপ্রিল ধার্য করা হয়েছে।