Ranbir Kapoor And Alia Bhatt: ১৭ এপ্রিল রণবীর-আলিয়ার বিয়ে, দাবি ঘিরে জোর জল্পনা
Ranbir Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ এপ্রিল:  চলতি মাসে সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। সম্প্রতি এমন খবর নিয়ে জোরদার জল্পনা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এবার ইটি টাইমসের রিপোর্টে দাবি করা হয়, চলতি মাসের ১৭ তারিখ আর কে স্টুডিওতে সাতপাকে বাঁধা পড়ছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন দুই পরিবারের সদস্যরা এবং ইন্ডাস্ট্রির কাছের বন্ধুরা। একেবারে ঘরোয়াভাবেই রণবীর, আলিয়া সাতপাকে বাঁধা পড়ছেন বলে খবর। যদিও কাপুর কিংবা ভাট পরিবারের তরফে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।

বেশ কিছছুদিন ধরেই রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ে নিয়ে বি টাউনে জোর গুঞ্জন শুরু হয়। হৃষি কাপুর এবং নীতু কাপুরের মতো আর কে স্টুডিওতেই আলিয়ার সঙ্গে রণবীর বিয়ের পিঁড়িতে বসবেন বলে শোনা যায়। তবে দুই পরিবারের তরফে এ বিষয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে।

আরও পড়ুন:   Ankita Lokhande: স্বামী জানেন না, কঙ্গনার শোয়ে এসে অঙ্কিতা জানালেন, তিনি 'অন্তঃসত্ত্বা'

এদিকে প্রায় ২ বছর পর এবার মুক্তি পায় ব্রক্ষ্মাস্ত্রের পোস্টার। যে ছবিতে প্রথম একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন বলিউডের এই দুই তারকা। ব্রক্ষ্মাস্ত্রের শ্যুটিংয়ের সময় থেকেই রণবীর, আলিয়া একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান বলে জানা যায়।