Rakhi Sawant, Adil Khan Durrani (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ অগাস্ট: প্রাক্তন স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাখি সাওয়ান্ত। আদিল তাঁর নগ্ন ভিডিয়ো এক ৪৫ থেকে ৫০ লক্ষতে বিক্রি করেছেন করে অভিযোগ করেন রাখি। আদিলের সঙ্গে বিয়ের পর তাঁরা যখন হানিমুনে যান, সেই সময় যে ভিডিয়ো শ্যুট করা হয়, তা বিক্রি করা হয় বলে অভিযোগ রাখির। এমনকী, আদিলকে বিয়ে করার পিছনে কিছু নির্দিষ্ট কারণ ছিল বলেও দাবি করেন রাখি।

অভিনেত্রীর দাবি, তিনি এবং আদিল যখন হানিমুনে যান, সেই সময় তাঁর সম্পূর্ণ নগ্ন ভিডিয়ো শ্যুট করা হয়। সেই নগ্ন ভিডিয়ো আদিল ৫০ লক্ষতে আরবের কোনও ব্যক্তির কাছে বিক্রি করেন। এছাড়া রাখির স্নানের ভিডিয়ো, শয্যাদৃশ্য সমস্ত শ্যুট করেও, সেই ভিডিয়ো ৪৭ লক্ষে বিক্রি করেন আদিল। আরবের কোনও ব্যক্তির কাছে বিপুল অর্থে আদিল রাখি সাওয়ান্তের সমস্ত গোপণ ভিডিয়ো বিক্রি করেন বলে দাবি।

একজন স্বামী কীভাবে তাঁর স্ত্রীর নগ্ন ভিডিয়ো বা শয্যা দৃশ্য, স্নানের দৃশ্য বিক্রি করে রোজগার করতে পারেন বলে প্রশ্ন তোলেন রাখি সাওয়ান্ত। ফলে আদিলকে কোনওভাবেই স্বামী হিসেবে তিনি আর মানতে পারছেন না। ফলে শিগগিরই আদিলের কাছ থেকে বিচ্ছেদ চান। তাই আদিল খন দুরানিকে বিবাহ বিচেছেদের মামলার নোটিশ পাঠাবেন বলেও স্পষ্ট জানান রাখি সাওয়ান্ত।