Raj Kundra (Photo Credits: YouTube)

মুম্বই, ২০ অক্টোবরঃ ২০২১ সালে পর্ন ভিডিয়ো বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। টানা দু'মাস মুম্বইয়ের আর্থার রোড জেলে (Mumbai's Arthur Road Jail) বন্দি ছিলেন রাজ। নিজের জেলবন্দী জীবনের অভিজ্ঞতা এবার পর্দায় তুলে ধরতে চলেছেন শিল্পপতী। ছবিতে নিজেই অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রাজ কুন্দ্রার ছবি 'ইউটি ৬৯' এর (UT 69) ট্রেলার। অর্থার রোড জেলে খুনি, ধর্ষকদের সঙ্গে একই কারাগারে দিন কাটিয়েছেন অভিনেত্রীর স্বামীও। জেলের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রাজ জানান, একজন শিশু ধর্ষক এবং ৮৮ জন খুনির সঙ্গে একই কারাগারে দুমাস কাটিয়েছেন তিনি।

রাজের কথায়, 'যে লোকটি আমার ডানদিকে ঘুমাচ্ছে তার বিরুদ্ধে ৪৪টি খুনের অভিযোগ রয়েছে এবং আমার বাঁ দিকে যে ঘুমোচ্ছে তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ আনা হয়েছে৷ প্রত্যেকেই ভয়ঙ্কর'। এমন পরিস্থিতিতে এক সপ্তাহ সেখানে থাকা অসম্ভব ছিল তাঁর কাছে। কিন্তু ৬৩ দিন কাটিয়ে ফেলবেন তা কল্পনাও করতে পারেননি রাজ। তবে জেলের ভিতর কিছু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তাঁর।

দেখুন ইউটি ৬৯-এর ট্রেলার... 

 

View this post on Instagram

 

A post shared by Shilpa Shetty Kundra (@theshilpashetty)

জেলের আবাসিকরা প্রায়ই তাঁর স্ত্রী শিল্পা শেট্টিকে (Shilpa Shetty) নিয়ে কুৎসিত মন্তব্য করতেন। তিনি যে অভিনেত্রীর স্বামী তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় সেখানে। আবাসিকরা রাজকে জিজ্ঞাসা করতেন, এমন সুন্দরী অভিনেত্রী এমন স্বামীকে কীভাবে বিয়ে করল। রাজের হাজতবাসের সেই সমস্ত খুঁটিনাটি অভিজ্ঞতার কথা বলবে 'ইউটি ৬৯' (UT 69)। ৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।