মুম্বই, ১ জুলাই: রাজ কৌশলের (Raj Kaushal Death) মৃত্যুর পর ভেঙে পড়ছেন মন্দিরা বেদী। বুধবার রাজের শেষকৃত্যের পর মন্দিরার সঙ্গে দেখা করতে যান মৌনী রায়, রবিনা ট্যান্ডন, রোহিত রায়ের মতো তারকা দম্পতির কাছের বন্ধুরা । বুধবার রাতে মন্দিরার বাড়িতে হাজির হন মৌনী রায় (Mouni Roy), রোহিত রায়, রবিনা ট্যান্ডনরা Raveena Tandon)। পাপারাৎজির ক্যামেরার সামনে একের পর এক সেলেব ধরা পড়লেও, তাঁদের মুখ খুলতে দেখা যায়নি । মন্দিরার (Mandira Bedi) সঙ্গে দেখা করার পরপরই তাঁরা ক্যামেরার আড়াল গলে বেরিয়ে যান ।
দেখুন...
View this post on Instagram
বুধবার ভোর সাড়ে চারটে নাগাদ মুম্বইয়ের বাড়িতে হার্ট অ্যাটাক হয় পরিচালক, প্রযোজক রাজ কৌশলের । হার্ট অ্যাটাকের পরপরই মৃত্যু হয় মন্দিরার স্বামীর । রাজ কৌশলের মুৃত্যুর খবর ছড়াতেই শোকে স্তব্ধ হয়ে যায় গোটা বলিউড । কান্নায় ভেঙে পড়েন মন্দিরা বেদী । রোহিত রায়কে দেখা যায় মন্দিরা বেদীকে শান্ত করতে ।
আরও পড়ুন: Covishield Vaccine: সুখবর, কোভিশিল্ড নিয়ে প্রবেশ করা যাবে সুইজারল্যান্ডে
রাজের মৃত্যুর পর বহুযুগের পুরনো ধ্যান ধারনা ভেঙে স্বামীর মৃতদেহ নিজের কাধে বয়ে নিয়ে যান মন্দিরা বেদী । বহু যুগের হিন্দু রীতি নীতি ভেঙে স্বামীর শেষকৃত্য নিজের হাতে সম্পন্ন করায় নেটিজেনরা প্রশংসা করেন মন্দিরার ।