R Madhavan (Photo Credits: Instagram)

মুম্বই, ২ সেপ্টেম্বরঃ বলি অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতা আর মাধবনের মুকুটে নয়া পালক। শুক্রবার পুনে ভিত্তিক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (FTII) এর সভাপতি এবং এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হয়েছেন মাধরন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর নিজের এক্স হ্যান্ডেল থেকে সেই সংবাদ ঘোষণা করে অভিনেতাকে অভিনন্দন জানিয়ে, যিনি জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র 'রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট' (Rocketry: The Nambi Effect) দিয়ে পরিচালনায় হাতেখড়ি করেছেন।

অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, 'এফটিআইআই-এর সভাপতি এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান পদে মনোনীত হওয়ার জন্যে আপনাকে আন্তরিক অভিনন্দন। আমি নিশ্চিত যে আপনার দীর্ঘ দিনের অভিজ্ঞতা এবং দৃঢ় নৈতিকতা এই ইনস্টিটিউটকে সমৃদ্ধ করবে, ইতিবাচক পরিবর্তন আনবে। যা এটিকে আরও উচ্চ স্তরে নিয়ে যেতে সাহায্য করবে। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।'

মাধবনকে শুভেচ্ছা জানিয়ে অনুরাগ ঠাকুরের টুইট... 

এই বিশাল সম্মান এবং দায়িত্ব পেয়ে আপ্লূত অভিনেতাও। ৫৩ বছরের মাধরন টুইট করে কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, সম্মান এবং সদয় শুভেচ্ছাবার্তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সমস্ত প্রত্যাশা পূরণ করার জন্য আমি আমার সাধ্য মত চেষ্টা করব'।