মুম্বই, ৮ ফেব্রুয়ারি: প্রভাস (Prabhas ) এবং কৃতী শ্যানন নাকি বাগদান সারতে চলেছেন? প্রভাস এবং কৃতীকে Kriti Sanon)নিয়ে ফের জোর গুঞ্জন শুরু হয়েছে বলিউড (Bollywood) জুড়ে। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহে মালদ্বীপে আংটি বদল সারতে চলেছেন 'বাহুবলি' অভিনেতা এবং কৃতী শ্যানন। যা নিয়ে একের পর এক খবর উঠে আসতে শুরু করলে, শেষ পর্যন্ত মুখ খোলা হয় টিম প্রভাসের তরফে। টিম প্রভাসের তরফে জানানো হয়, কৃতীর সঙ্গে বাগদানের বিষয় নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়। প্রভাস এলং কৃতী একে অপরের ভাল বন্ধু। তাঁদের আংটি বদলের যে খবর ছড়িয়েছে, তা একেবারেই সত্যি নয় বলে স্পষ্ট জানানো হয় টিম প্রভাসের তরফে।
প্রসঙ্গত 'আদিপুরুষ'-এ একসঙ্গে অভিনয় করছেন দক্ষিণী তারকা প্রভাস এবং বলিউড অভিনেত্রী কৃতী শ্যানন। আদিপুরুষ-এ প্রভাসকে দেখা যাবে রাম-এর চরিত্রে এবং কৃতী রয়েছেন সীতার ভূমিকায়। একই সঙ্গে অভিনয়ের সুবাদে প্রভাস এবং কৃতীর মধ্যে বন্ধুত্ব তৈরি হয় বলে খবর। যা নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় বলিউডে।
আরও পড়ুন: Prabhas-Kriti Sanon: প্রেমে হাবুডুবু, শিগগিরই বাগদান সারছেন প্রভাস, কৃতি? রিপোর্টে শোরগোল
'আদিপুরুষে' প্রভাস, কৃতী শ্যাননের পাশাপাশি রাবণ-এর চরিত্রে অভিনয় করছেন সইফ আলি খান। রয়েছেন সানি সিংও।