Prabhas, Kriti Sanon (Photo Credit: Facebook)

মুম্বই, ২৯ নভেম্বর: শিগগিরই আংটি বদল সারবেন প্রভাস (Prabhas) এবং কৃতি শ্যানন (Kriti Sanon) ? এমনই একটি রিপোর্ট ঘিরে শোরগোল ছড়িয়েছে।  উমর সান্ধু নামে এক ব্যক্তি সোমবার রাতে ট্যুইট করেন এ বিষয়ে। উমর দাবি করেন, প্রভাস এবং কৃতির সম্পর্কের বিষয়ে তিনি আগেই জানিয়েছিলেন।  'রামায়ণের' সেটে শ্যুট চলাকালীন প্রভাস কৃতিকে ভালবাসার প্রস্তাব দেন বলে খবর।  ফলে শিগগিরই বলিউডের (Bollywood) এই জুটি বাগদান পর্ব সারতে চলেছেন বলে খবর। যদিও প্রভাস কিংবা কৃতি শ্যানন এ বিষয়ে এখনও পর্যন্ত পালটা কোনও মন্তব্য করেননি।  তবে বলিউডের বিয়ে, বাগদান পর্ব নিয়ে খুশির মরশুম চলছে।  সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবাণী নিজেদের সম্পর্কে সিলমোহর দেন।  শিগগিরই বলিউডের এই জুটি বিয়ে সারতে চলেছেন বলেও খবর মেলে।  সিদ্ধার্থ-কিয়ারার পর এবার প্রভাস, কৃতি।  সবকিছু মিলিয়ে বলিউড থেকে একের পর এক খুশির খবর মিলছে।

আরও পড়ুন: Varun Dhawan on Prabhas-Kriti Love Affair: প্রভাসের মনে শুধুই কৃতি! ফাঁস করলেন বরুণ

সম্প্রতি 'ঝলক দিখলা যা'-র মঞ্চে 'ভেড়িয়া'-র প্রচারে হাজির হন কৃতি শ্যানন এবং বরুণ ধাওয়ান।  ঝলকের মঞ্চেই প্রভাস, কৃতির সম্পর্ক নিয়ে বেশ কিছু কথা বলে ফেলেন বরুণ ধাওয়ান।  তখন থেকেই শুরু হয় জল্পনা।