মুম্বই, ১৪ এপ্রিলঃ পর্দায় প্রথমবার সলমন খানের (Salman Khan) সঙ্গে জুটি বেঁধেছেন পূজা হেগড়ে (Pooja Hegde)। পর্দায় ভাইজানের সঙ্গে পূজার রসায়ন দেখে অনেকেই অনুমান করতে শুরু করে দিয়েছিলেন সলমনের সঙ্গে বোধ হয় গোপনে সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। তবে ছাই চাপা আগুনের ন্যায় এই অনুমানে ঘি ঢালতে শুরু করে মিডিয়া। সত্যিই কি ভাইজানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন পূজা? (Pooja Hegde on dating rumours with Salman Khan)
ঈদে (Eid 2023) বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সলমন খানের (Salman Khan) কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan)। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। যেখানে সাল্লু ভাইয়ের জবরদস্ত অ্যাকশনের পাশাপাশি রয়েছে পূজার সঙ্গে একঘর রোমান্সও। তবে সেই রোমান্স কেবল পর্দার স্বার্থেই স্পষ্ট জানিয়ে দিলেন অভিনেত্রী (Pooja Hegde)।
সলমন খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন (Pooja Hegde on dating rumours with Salman Khan) উড়িয়ে দিয়ে এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে পূজা বললেন, ‘আমি একেবারেই সিঙ্গেল। আর সিঙ্গেল থাকতেই আমার বেশ ভালো লাগছে। এখন আমি সম্পূর্ণভাবে নিজের কেরিয়ারে মনোনিবেশ করতে চাই’।
সলমন খানের (Salman Khan) সঙ্গে প্রথম কাজ পূজার। আর প্রথম ছবিতেই ভাইজানের সঙ্গে তাঁর তুখর রোমান্স নজর কেড়েছে দর্শকের। এ প্রসঙ্গে নায়িকার (Pooja Hegde) জবাব, ‘আমার এটা দেখে খুব ভালো লাগছে যে, পর্দায় আমাদের রোমান্স দর্শক পছন্দ করছে। কারণ এটি ছবির গুরুত্বপূর্ণ একটা অংশ’।