Kangana Ranaut and Pooja Bedi (Photo Credits: Instagram)

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপাটিজম-স্বজনপোষণ, এই সমস্ত শব্দগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই শব্দের পক্ষে বার্তা রাখছেন একাধিক সেলেবরা। এঁদের মধ্যেই অন্যতম কঙ্গনা রানাওয়াত। নেপোটিজম নিয়ে তাঁর মন্তব্য রীতিমত ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়। তাঁর অভিযোগের বেশিরভাগটাই মহেশ ভাটের বিরুদ্ধে। এতদিন এই অভিযোগে নীরব থাকলেও, অবশেষে মুখ খুলেছেন পূজা ভাট। বাকযুদ্ধের শুরুতেই কঙ্গনার অভিনয় দক্ষতার প্রশংসা করেন পূজা ভাট। পাশাপাশি এটাই পূজা ভাট স্পষ্ট জানিয়ে দেন, কঙ্গনা রানাওআত যোগ্য ছিলেন বলেই ভাট প্রোডাকশন হাউজ অর্থাৎ বিশেষ ফিল্মসের অধীনে তাঁর প্রথম ছবি গ্যাংস্টার রিলিজ হয়।

কঙ্গনা রানাওয়াতের টিম দাবি করেছিল, মুকেশ ভাট প্রোডিউসার হিসেবে নতুন অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক দেন না, বিনামূল্যে কাজ করাতেই বেশি স্বচ্ছন্দ তাঁরা। কঙ্গনার এই নির্দিষ্ট অভিযোগটি হাতিয়ার করেই তাঁকে একহাত নিলেন পূজা। মাহেশ কন্যার দাবি, গ্যাংস্টার ছবির পরই 'ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার'-র তকমা পেয়েছিলেন কঙ্গনা। আর তারপর মঞ্চ থেকেই মহেশ ভাটকে ধন্যবাদ জানিয়েছিলেন কঙ্গনা। অল্প সময়ের মধ্যেই বি-টাউনে চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিলেন তিনি।

যদিও এটি সম্পর্কেও কঙ্গনা রানাওয়াতের টিম একটি টুইট পোস্ট করেন। সেই টুইটে দাবি করা হয়, "পূজা জি কঙ্গনা বিশেষ ফিল্মসের কাছে কৃতজ্ঞ তাঁকে বলি দুনিয়ায় কাজের সুযোগ দেওয়ার জন্য। কিন্তু কঙ্গনা চান বহিরাগতদের সঙ্গে আরও ভাল ব্যবহার করুক বিশেষ প্রযোজনা সংস্থা।"