মুম্বই, ৩০ এপ্রিল: বৃহস্পতিবার সাতসকালে প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা ঋষি কাপুর (Rishi Kapoor)। বুধবার থেকে মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন অভিনেতা। টুইটারে ঋষি কাপুরের মৃত্যুসংবাদ দেন অমিতাভ বচ্চন। এদিকে আগেই দাদা রণধীর কাপুর সাংবাদিকদের জানিয়েছিলেন, “ঋষি ভাল নেই। ক্যানসারে ভুগছে। এরমধ্যে শুরু হয়েছে শ্বাসকষ্ট। তাই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এখন অবস্থা স্থিতিশীল।” আরও পড়ুন- Rishi Kapoor Dies: প্রয়াত ঋষি কাপুর, অমিতাভের টুইটে এল দুঃসংবাদ
এই মহান অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। রাজনৈতিক মহল থেকেও একের পর এক শোকবার্তা জানিয়ে টুইট আসছে। তালিকায় রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, ছত্তিশগড়ের কেন্দ্রীয় মন্ত্রী টিএস সিং দেও, সুরেন্দ্রনগরের সাংসদ ডক্টর মহেন্দ্র মুঞ্জাপারা প্রমুখ। গেহলত তাঁর শোকবার্তায় বলেছেন, “ভয়ঙ্কর দুঃসংবাদ। তাঁর আইকনিক চরিত্রের জন্য চিরকাল মানুষের হৃদয়ে থেকে যাবেন ঋষি কাপুর। প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের মৃত্যু সংবাদে দুঃখ পেলাম। এই খবর তাঁর পরিবার পরিজন, বন্ধু ও ভক্তদের জন্য নিঃসন্দেহে চরম দুঃখের। তাঁর প্রিয়জনদের জন্য আমার হৃদয় নিংড়ানো সমবেদনা। এই কঠিন সময়ে তাঁরা নিশ্চই শক্তি খুঁজে পাবেন।”
Saddened to know veteran actor #RishiKapoor has passed away. It is a devastating news for his family, friends & fans. My heartfelt condolences to his close ones. May they find strength in this most difficult time. He would always be remembered for his iconic roles...
— Ashok Gehlot (@ashokgehlot51) April 30, 2020
রাজনাথ সিং বলেছেন, “প্রবীণ অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুতে আমি স্তব্ধ। নিজস্ব স্টাইলে অভিনয়ের জন্য ভক্তদের হৃদয়ে স্থায়ী জায়গে করে নিয়েছিলেন ঋষি কাপুর। এই কঠিন সময়ে তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।”
Anguished by the passing away of noted film actor Rishi Kapoor. He carved a special place in the hearts of his fans with his inimitable style and performances. My thoughts are with his family and fans in this hour of grief. Om Shanti.
— Rajnath Singh (@rajnathsingh) April 30, 2020
রাহুল গান্ধী লেখেন, “ভারতীয় সিনেমার জন্য এটি একটি বিধ্বংসী সপ্তাহ। চলে গেলেন ঋষি কাপুর। অসাধারণ অভিনেতা, কয়েক প্রজন্মে তাঁর অনুরাগীরা রয়েছে। সবাইই অভিনেতাকে মিস করবেন। এই দুঃখের দিনে তাঁর পরিবারবর্গ ও বিশ্বজুড়ে থাকা ভক্তদের জন্য রইল সমবেদনা।”
This is a terrible week for Indian cinema, with the passing of another legend, actor Rishi Kapoor. A wonderful actor, with a huge fan following across generations, he will be greatly missed. My condolences to his family, friends & fans all over the world, at this time of grief.
— Rahul Gandhi (@RahulGandhi) April 30, 2020
ঋষি কাপুরের মৃত্যুর খবরে চমকে গিয়েছেন প্রকাস জাভড়েকর। তিনি বলেছেন, “ঋষি কাপুর শুধু মহান অভিনেতাই নন, একজন ভালমনের মানুষও ছিলেন। পরিবারবর্গ, প্রিয়জনও অনুরাগীদের জন্য আন্তরিক সমবেদনা। ওম শান্তি।”
The sudden demise of actor Rishi Kapoor is shocking. He was not only a great actor but a good human being. Heartfelt condolences to his family, friends and fans. Om Shanti
— Prakash Javadekar (@PrakashJavdekar) April 30, 2020
Extremely sad to hear about the demise of #RishiKapoor ji. My heartfelt condolences to his family and loved ones pic.twitter.com/PJUfmCx9hk
— VVS Laxman (@VVSLaxman281) April 30, 2020
Our adored Chintu no more. He lived life king size. May his soul rest in peace. Condolences to his grieving family. A fine actor never dies. He lives through his films. RIP#RishiKapoor @chintskap pic.twitter.com/29rX2TnQlu
— Shobhaa De (@DeShobhaa) April 30, 2020
Terrible news of Rishi Kapoor passing away. An actor par excellence, who charmed generations of Indians with his fabulous work in Cinema!
He will be greatly missed. My condolences to his loved ones & fans across the world. Om Shanti. #RishiKapoor pic.twitter.com/X8wA9cy5QO
— TS Singh Deo
My deepest condolences to his family, friends and fans. May God give them strength. May his soul rest in peace#RishiKapoor pic.twitter.com/POwEPRNerV
— Dr Mahendra Munjapara (@MunjaparaDr) April 30, 2020