Kangana Ranaut, Shah Rukh Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২৭ জানুয়ারি:  শাহরুখ খানের (Shah Rukh Khan) 'পাঠান' (Pathaan) নিয়ে এবার কটাক্ষের সুরে ট্য়ুইট করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে পাঠান নিয়ে কটাক্ষ করেন বলিউড (Bollywood)  অভিনেত্রী। তিনি বলেন, যে দেশের ৮০ শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী। সেই দেশে একটি ছবির নাম পাঠান। ফলে একানেই প্রমাণিত, ভারতবর্ষ হিংসা, দেশের উর্ধে গিয়ে ভালবাসাকে সর্বাগ্রে জায়গা দেয়। আর এখানেই ভারতবর্ষ বিশ্বের প্রত্যেকটি দেশের চেয়ে পৃথক বলে মন্তব্য করেন কঙ্গনা। এসবের পাশাপাশি ভারতের শত্রু দেশ পাকিস্তান এবং আইসিস-কে পাঠানে ''গুড লাইটে'' দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন কঙ্গনা। তিনি বলেন, ভারতের শত্রু দেশকে ''গুড লাইটে'' নিয়ে আসা হলেও, দেশের মানুষ এই ছবিকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এটাই ভারতের 'স্পিরিট' বলেও মন্তব্য করতে দেখা যায় কঙ্গনা রানাউতকে।

 

সম্প্রতি ট্যুইটার থেকে 'ব্যান' উঠেছে কঙ্গনা রানাউতের। ট্য়ুইটারে ফিরে এসে এবার ফের একের পর এক ট্যুইট করে নিজের মত প্রকাশ করছেন অভিনেত্রী।