Navya Naveli Nanda: প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্যর সঙ্গে নভ্যার Ramp Walk, কটাক্ষ বিগ বি-র নাতনিকে
Navya Nanda (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ অক্টোবর: প্যারিস ফ্যাশন উইকের Ramp-এ হেঁটে ফ্যাশনের দুনিয়ায় এই প্রথম পা রাখেন নভ্যা নভেলি নন্দা। প্যারিস ফ্য়াশন উইকে নভ্যাকে দেখে অনেকেই তাঁকে ট্রোল করেন। নভ্যা যেন পরেরবার Ramp-এ হাঁটা শিখে নেন বলে মন্তব্য করেন কেউ কেউ। যার উত্তরে মুখ খোলেন শ্বেতা-কন্যা তথা অমিতাভ বচ্চনের নাতনি। নভ্যা হাতজোড় করা ইমোজি দিয়ে ওকে বলে মন্তব্য করেন। সমালোচনাকারীদের পালটা উত্তর দিতে গিয়ে নভ্যা বেশি কথা বাড়াননি বলেই দেখা যায়।

প্রসঙ্গত প্যারিস ফ্যাশন উইকে লরিয়্যালের ভারতের অ্যাম্বাসাডার হয়ে হাজির হন ঐশ্বর্য রাই। প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বর্য হাজির হলেও, শ্বেতা বচ্চনের পোস্টে ভ্রাতৃবধূর কোনও উল্লেখ নেই। ফ্যাশন দুনিয়ায় নভ্যার পা রাখার  ঘটনাকেই উচ্ছ্বসিত হয়ে প্রকাশ করেন শ্বেতা বচ্চন এবং জয়া বচ্চন। যার জেরে বচ্চন পরিবারের  অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে বলে অনেকে মন্তব্য করেন। এমনকী শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতার সঙ্গে ঐশ্বর্যর সম্পর্কের সমীকরণ এবার প্রকাশ্যে বলে মন্তব্য করতে দেখা যায় বহু মানুষকে।

আরও পড়ুন: Aishwarya Rai With Kendall Jenner: প্যারিস ফ্যাশন উইক মাতিয়ে কেন্ডালের সঙ্গে মেয়েকে নিয়ে নিজস্বী ঐশ্বর্যর, ভাইরাল ছবি

 

View this post on Instagram