Priyanka Chopra, Parineeti Chopra, Raghav Chadha (Photo Credits: Instagram)

বলিউডের আর পাঁচজন তারকাদের মতোই ডেস্টিনেশন ওয়েডিং সারতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। উদয়পুরের (Udaipur) লীলা প্যালেসে বসেছে আপ সাংসদ রাঘব এবং পরিণীতির বিয়ের আসর (Parineeti-Raghav Wedding)। গতকাল শুক্রবারই হবু বর-কনে সহ দুই পরিবার এবং অতিথিরা পৌঁছে দিয়েছেন গন্তব্যে। এদিন সন্ধ্যে থেকেই শুরু হয়েছে বিয়ের আগের অনুষ্ঠান পর্ব। আগামীকাল ২৪ সেপ্টেম্বর চারহাত এক হতে চলেছে রাঘব এবং পরিণীতির। তবে নায়িকার বিয়ের অনুষ্ঠানে তাঁর মিমি দিদি (Priyanka Chopra) হাজির থাকতে পারবেন কিনা তা নিয়ে চলছে বেজায় জল্পনা। এরই মাঝে দেশি গার্লের ইনস্টাগ্রাম স্টোরিতে চোখ পড়তেই দেখা গেল, নতুন জীবনের সূচনার জন্যে বোন পরিণীতিকে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন তিনি।

বোনের বিয়েতে (Parineeti Chopra Wedding) উপস্থিতি থাকতে পারবেন না বলেই কি আগেভাগে শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন হলি-বলি তারকা। প্রিয়াঙ্কা লিখেছেন, 'আশা করি জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে তুমি এমনই খুশি থাকবে। তোমার জন্যে সব সময় আমি ভালবাসা প্রার্থনা করি'। নতুন জীবন শুরু করতে চলেছেন রাঘব এবং পরিণীতি। লস অ্যাঞ্জেলস থেকেই অগ্রিম শুভেচ্ছাবার্তা জানিয়ে দিলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)।

প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম স্টোরি...

Priyanka Chopra Wishes Parineeti Chopra for Wedding (Photo Credits: Instagram)

পরিণীতির বিয়েতে প্রিয়াঙ্কার এই আগাম শুভেচ্ছা পোস্ট তাঁর বিয়ের অনুষ্ঠানে যোগ না দেওয়ার জল্পনাকে আরও উস্কে দিয়েছে। উল্লেখ, গত মে মাসেই বাগদান সেরেছিলেন রাঘব এবং পরিণীতি। আপ সাংসদের দিল্লির কাপুরথালা ভবনে আয়োজিত হয়েছিল বাগদানের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মন সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদেড় দেখা মিলেছিল রাঘব এবং পরিণীতির বাগদানের অনুষ্ঠানে।