মুম্বই, ৭ এপ্রিলঃ বলি পাড়ায় বিয়ের সানাই বাজল বলে। অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়ের সংবাদে ভরে উঠেছে পেজ থ্রির পাতা। আপ নেতা রাঘব চাড্ডার (AAP MP Raghav Chadha) সঙ্গে শীঘ্রই বাগদান সারতে চলেছেন নায়িকা। কবে, কোথায় সম্পন্ন হবে পরিণীতি-রাঘবের বাগদানের অনুষ্ঠান (Parineeti Chopra and Raghav Chadha Engagement)? তা নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে নায়িকার অনুরাগীদের মনে।
এপ্রিলের প্রথম সপ্তাহেই বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা ছিল যুগলের। তবে জানা যাচ্ছে, আসন্ন ১০ এপ্রিল সোমবার বাগদান সারবেন পরিণীতি এবং রাঘব। দিল্লিতে যুগলের বাগদানের অনুষ্ঠানের আসর বসতে চলেছে। তবে অথিতি তালিকা খুবই সীমিত বলেই খবর। নায়িকা এবং সাংসদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের উপস্থিতিতেই সম্পন্ন হবে রাঘব পরিণীতির বাগদানের অনুষ্ঠান (Parineeti Chopra and Raghav Chadha Engagement)।
গত মাস থেকেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠেছে আপ সাংসদ রাঘব চাড্ডা এবং অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra and Raghav Chadha) প্রেমের গুঞ্জন। কখনও মুম্বই, কখনও দিল্লি তো আবার কখনও সুদূর লন্ডনে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। তার পর থেকেই শিখরে উঠেছে যুগলের সম্পর্কের গুঞ্জন। যদিও প্রেম কিংবা বাগদান কোন কিছু নিয়েই রাঘব পরিণীতির কেউই কিছু মন্তব্য করেননি।