মুম্বই, ৪ নভেম্বরঃ বুধবার মধ্যরাত মন্নতের (Mannat) বাইরে শয়ে শয়ে মাথা। অধীর আগ্রহে প্রত্যেকেই চেয়ে রয়েছেন বিলাসবহুল ওই অট্টালিকার ব্যালকনির দিকে। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই সমহিমায় দেখা দিলেন কিং খান (Shah Rukh Khan)। ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন (Shah Rukh Khan Birthday)। তাই এই বিশেষ দিনে একবার তাঁর দর্শন পেতে প্রতি বছর একই ভাবে ভিড় করেন ভক্তরা। রাস্তার আলোকে ছাপিয়ে গিয়েছে অনুরাগীদের মোবাইলের ফ্ল্যাশ। ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়লেন, চুম্বন ছুড়ছেন, নিজের সিগনেচার পোজে দুহাত মেলে দাঁড়ালেন অভিনেতা। এই বিপুল পরিমাণ ভক্তের আগমনে আপ্লূত হয়েছেন খোদ অভিনেতাও (Shah Rukh Khan)। এত সব কিছুর মাঝেই ঘটে গেল বিপত্তি। প্রিয় অভিনেতার ৫৮'তম জন্মদিন উপলক্ষ্যে মন্নতের বাইরে তাঁর দর্শন পেতে এসে অন্ততপক্ষে ৩০ জন ভক্ত খোয়ালেন নিজের মোবাইল ফোন।
এদিন রাতে মোবাইল চুরি যাওয়ার অভিযোগে বান্দ্রা থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। এরপরেই তদন্ত শুরু করে বান্দ্রা থানার পুলিশ। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তিন অভিযুক্ত। ঘটনাস্থল এবং আশেপাশের বেশ কিছু রাস্তার সিসিটিভভি ফুটেজ খতিয়ে দেখে ওই তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন শুভম জমুনাপ্রসাদ, মহম্মদ আলি এবং ইমরান।
শাহরুখ খানের জন্মদিন উপলক্ষ্যে মন্নতের বাইরে যেন এক উৎসবের আবহ তৈরি হয়। মধ্যরাত থেকে পরের গোটা দিনজুড়ে কেবল অগণিত মাথা। সেই ভিড়ে মোবাইল চুরির ঘটনা এই প্রথম নয়। এর আগেও অভিনেতার জন্মদিনে এই একই জিনিস ঘটে গিয়েছে। ২০১৭ সালের মন্নতের বাইরে ১৩ জন ভক্তের মোবাইল চুরি যায়। পাঁচ বছর পর ২০২২ সালে আবার সেই একই ঘটনা। জওয়ানের বাড়ির সামনে থেকে ১১টি মোবাইল হারায়। এবার মোবাইল চুরির সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩০।