মুম্বই, ৬ নভেম্বর: মা হওয়ার পর এবার প্রথম বিবৃতি প্রকাশ করলেন আলিয়া ভাট (Alia Bhatt)। মা হয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিবৃতি প্রকাশ করা হয় টিম আলিয়া ভাটের তরফে। যেখানে আলিয়া জানান, তাঁদের সন্তান এসেছে। একেবারে 'ম্যাজিকাল' কন্যা শিশু তাঁর কোলে এসেছে। অফিসিয়ালি তিনি এবং রণবীর কাপুর (Ranbir Kapoor) বাবা-মা হলেন। সিংহ, সিংহী এবং শাবকের ছবি শেয়ার করেন, 'সুখী গৃহকোণের' ছবি শেয়ার করেন বলিউড অভিনেত্রী। দেখুন কী লিখলেন আলিয়া ভাট...
রবিবার সকালে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে ভর্তি হন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে গাড়িতে চেপে হাসপাতালে ভর্তি হন আলিয়া। তখন থেকেই গুঞ্জন শুরু হয়। এরপর মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে হাজির হন আলিয়া ভাটের মা সোনি রাজদান। মহেশ-ঘরণীর হাজিরার কয়েক ঘণ্টার মধ্যে সুখবর প্রকাশ্যে আসে।
আরও পড়ুন: Alia Bhatt: সুখবর, কন্যা সন্তানের মা হলেন আলিয়া ভাট
চলতি বছরের এপ্রিলে রণবীর কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলিয়া ভাট। রণবীরের সঙ্গে বিয়ের কয়েক মাসের মধ্যে সুখবর দেন বলিউড অভিনেত্রী। তখন থেকেই জল্পনা শুরু হয়। শেষ পর্যন্ত রবিবার সকালে সুখবর দেওয়া হয় আলিয়া, রণবীরের তরফে।