কৃষকদের নিয়ে অসম্মানজনক মন্তব্য করার জেরে চণ্ডীগড় বিমানবন্দরে মহিলা সিআইএসএফ (CISF) কর্মীর হাতে চড় খেয়েছেন বলিউড অভিনেত্রী তথা বিজেপির সদ্য নির্বাচিত সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। ঘটনার পরেই অভিযুক্ত নিরাপত্তাকর্মী কুলবিন্দর কউরকে (CISF Constable Kulwinder Kaur) চাকরি থেকে বরখাস্ত করার পাশাপাশি গ্রেফতার করা হয়েছে। দেশের কৃষকদের পাশে দাঁড়িয়ে কুলবিন্দরের এহেন আচরণকে 'সাহসিকতা' তকমা দিয়ে প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ। যা নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কঙ্গনা। বললেন, ধর্ষণ বা খুনও কি তাহলে সমর্থনযোগ্য!
আরও পড়ুনঃ আইন হাতে তুলে নেওয়া সমর্থনযোগ্য নয়, চড়কাণ্ডে কঙ্গনার পাশে শাবানা
এক্স হ্যান্ডেলে ক্ষুব্ধ অভিনেত্রী তথা সাংসদ লিখলেন, 'প্রত্যেক ধর্ষক, খুনি বা চোরের অপরাধ করার জন্যে মানসিক, শারীরিক, মনস্তাত্ত্বিক কিংবা অর্থনৈতিক কারণ থাকে। কোন অপরাধই কারণ ছাড়া ঘটে না। তবু তারা দোষী সাব্যস্ত হলে জেলে যায়'। কঙ্গনার আরও সংযোজন, 'কারুর অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত পরিসরে প্রবেশ করে তাঁর গায়ে হাত তোলা কিংবা তাঁকে হেনস্থা করা যদি আপনাদের কাছে সমর্থনযোগ্য হয় তাহলে ধর্ষণ কিংবা খুনের মানসিকতাকেও আপনারা মনে মনে সমর্থন করেন'। এই ধরণের মনস্তাত্ত্বিক অবস্থা বা অপরাধপ্রবণতা কাটিয়ে ওঠার জন্যে যোগা কিংবা ধ্যান করার পরামর্শ দিয়েছেন 'কুইন' কঙ্গনা। তা না হলে জীবন তিক্ত এবং বোঝা হয়ে উঠবে বলে মত নায়িকার।
দেখুন কঙ্গনার টুইট...
Every rapist, murderer or thief always have a strong emotional, physical, psychological or financial reason to commit a crime, no crime ever happens without a reason, yet they are convicted and sentenced to jail.
If you are aligned with the criminals strong emotional impulse to…
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 8, 2024
কঙ্গনার চড়কাণ্ড (Kangana Ranaut Slap Row) নিয়ে প্রায় চুপ রয়েছে বলিউড ইন্ডাস্ট্রি। যা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। এদিকে কুলবিন্দরের সমর্থনে এগিয়ে এসেছে দেশের কৃষক সংগঠন। তাঁর বিরুদ্ধে গৃহীত অন্যায় পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে 'ইনসাফ পদযাত্রা'র ডাক দিয়েছে সম্মিলিত কিষাণ মোর্চা, কিষাণ মজদুর মোর্চার মতো বিশিষ্ট কৃষক সংগঠনগুলি। আগামী ৯ জুন পাঞ্জাবের (Punjab) মোহালিতে কুলবিন্দর জন্যে 'ন্যায়ের' দাবিতে পদযাত্রায় হাঁটবে সংগঠন।