‘পাঠান’ (Pathaan) বিতর্কের আগুন দিনে দিনে আরও জোড়াল হচ্ছে। ছবির গান ‘বেশরম রং’ (Besharam Rang) মক্তি পাওয়ার পর থেকেই শাসক দলের রোষানলে পড়েছে শাহরুখ-দীপিকা (Shah Rukh Khan and Deepika Padukone) অভিনীত ‘পাঠনা’ (Pathaan)। গানে দীপিকার ‘গেরুয়া’ বিকিনি নিয়ে আপত্তি তুলতে শুরু করেন একে একে বিজেপি নেতারা। এরপর গানের দৃশ্য কুরুচিকর, অশ্লীল, ভারতীয় সংস্কৃতির অপমান বলেও দাবি তলেন তাঁরা। উত্তরপ্রদেশ (Uttar Pradesh), মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ‘পাঠান’ মুক্তি পেতে দেবে না, এমন হুঙ্কারও দিয়েছে বিজেপি নেতারা। ছবি নিয়ে প্রতিবাদের মাঝেই বিজেপি নেতাদের এক হাত নিলেন তৃণমূল (TMC) সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan Slams BJP Leaders)। রঙের কোন ধর্ম-আদর্শ নেই, যোগী রাজ্যে বিজেপিকে বিঁধলেন বিরোধীরা
বিজেপি (BJP) সমর্থকদের কড়া ভাষায় নিন্দা করে তিনি বলেন, “তাঁদের সব কিছুতেই সমস্যা। মহিলারা যখন হিজাব পরেন তখন তাঁদের সমস্যা হয়। মহিলারা যখন বিকিনি পরেন তখনও তাঁদের সমস্যা হয়। আসলে তাঁরা চায় মহিলারা কী পড়বেন সেটা তাঁরাই ঠিক করে দেবেন”। কলকাতা থেকে ফিরেই অসুস্থ শাহরুখ খান, ডালভাত খেয়েই দিন কাটছে জানালেন টুইটে
এনডিটিভি-র সঙ্গে চলা সাক্ষাৎকারে অভিনেত্রী তথা সাংসদ এদিন আরও বলেন, তাঁরা আদতে আমদের নিয়ন্ত্রণ করতে চাইছে । আমরা কী খাবো, কী পরব, কীভাবে হাঁটব, কীভাবে চলাফেরা করব, আমরা স্কুল থেকে কী শিখব, আমরা টেলিভিশনে কী দেখবো এই সকল কিছুই তাঁরা নির্ধারণ করে দিতে চাইছে। যেটা অদূর ভবিষ্যতের জন্যে একটা অশনিসংকেত বলেই আমার মনে হয়”। Pathaan Controversy: বিজেপি সমর্থকদের পর এবার মুসলিম সংগঠনের রোষানলে ‘পাঠান’
দেখুনঃ
#NDTVExclusive | "BJP has a problem with women wearing hijabs and women wearing bikinis. Are they going to tell the new-age women of India what to wear?": TMC MP Nussrat Jahan (@nusratchirps) on the row over Shah Rukh Khan starrer '#Pathaan' pic.twitter.com/voOOHTw9UZ
— NDTV (@ndtv) December 16, 2022