Taapsee Pannu with Husband Mathias Boe (Photo Credits: X)

মুম্বই, ১৬ জুনঃ বলিউডের প্রথা না ভেঙেই গত মার্চ মাসে বিয়ে সেরেছেন অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)। দীর্ঘ দিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়ের (Mathias Boe) সঙ্গে উদয়পুরে (Udaipur) গিয়ে গাঁটছড়া বেঁধেছেন নায়িকা। টের পায়নি কাকপক্ষীও। গোটা বিয়ের অনুষ্ঠান হয়েছে একেবারে ব্যক্তিগত ভাবে। পরিবার এবং কাছের বন্ধু বান্ধবদের নিয়ে। খবর অনুযায়ী, গত ২৩ মার্চ প্রেমিক তথা ব্যাটমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াসের গলায় মালা দিয়েছেন তাপসী। যদিও নায়িকার বিয়ের পর মালাবদল অনুষ্ঠানের একটি ভিডিয়ো ছড়িয়েছিল নেটপাড়ায়। পাঞ্জাবী পরিবারের মেয়ে তাপসী (Taapsee Pannu)। স্বামী ম্যাথিয়াস ডেনমার্কের বাসিন্দা। যুগলের বিয়েতে মানা হয়েছে পাঞ্জাবী এবং খ্রিস্টান দুই রীতিই।

ডেস্টিনেশিন ওয়েডিং বলিউডের প্রথা হয়ে দাঁড়িয়েছে। সেই প্রথাভঙ্গ না করেই উদয়পুরে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছেন অভিনেত্রী। তবে নায়িকার বিয়ের কোন ছবির দেখা মেলেনি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে। তারকারা বিয়ের পর ঘটা করে বিবাহের লুক এবং অনুষ্ঠানের ছবি শেয়ার করেন অনুরাগীদের জন্যে। কিন্তু তা করলেন না তাপসী। বিয়ের অনুষ্ঠান থেকে সাজ সমস্ত কিছুই একেবারে আড়াল রাখলেন ভক্তদের থেকে। কিন্তু এমন আচরণের কারণ? এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের জবাবে নায়িকা জানালেন, নিজের বিয়ের সাজ নিয়ে ওত মাথা ঘামাননি তিনি। আর রইল বিয়ের অনুষ্ঠানের কথা, সেটা কোন গোপন বিষয় নয়। বরং ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যেই দিয়েই সেটা হয়েছে। তাই ঘটা করে বিজ্ঞপ্তি দিয়ে তিনি বিয়ের কথা ঘোষণা করেননি। পরবর্তীকালে যদি তিনি কখনও মনে করেন তাহলে নিশ্চয়ই বিয়ের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করবেন।

কাজের প্রসঙ্গে শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে 'ডাঙ্কি'র পর এবার তাপসীকে দেখা যাবে 'হাসিন দিলরুবা'র সিকুয়েল 'ফির আই হাসিন দিলরুবা' (Phir Aayi Haseen Dillruba) এবং 'খেল খেল মে' (Khel Khel Mein) এই দুই ছবিতে।