Mahesh Bhatt, Mouni Roy, Urvashi Rautela (Photo Credits:Twitter/Facebook)

একটি যৌন নিগ্রহ মামলায় বয়ান রেকর্ড করতে পরিচালক মহেশ ভাট (Mahesh Bhatt), অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy), ঊর্বশী রাউতেলা সহ কয়েকজনকে নোটিশ পাঠাল জাতীয় মহিলা কমিশন (NCW)। আইএমজি ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সানি ভার্মার (Sunny Verma) বিরুদ্ধে একাধিক মহিলার উপর মানসিক এবং শরীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন পরি ফর ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা যোগিতা ভয়না। তাঁর অভিযোগ, মডেলিংয়ে সুযোগ করে দেওয়ার নাম করে আইএমজি ভেঞ্চারের মালিক সানি বর্মা মেয়েদের মানসিকভাবে ও যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। অভিযুক্ত সানি ভার্মার মডেলিং কম্পানির হয়ে বিভিন্ন সময় প্রচার করেন বলিউডের একাধিক তারকা। যার মধ্যে রয়েছেন মহেশ ভাট, মৌনি রায়, ঊর্বশী রাউতেলা, এষা গুপ্তা, রণবিজয় সিং, প্রিন্স নরুলা।

সানি ভার্মার কম্পানির হয়ে কেন প্রচার করেছেন, সেই অভিযোগে মহেশ ভাট, প্রিন্স নরুলা, মৌনি রায়দের আজ ডেকে পাঠানো হয় জাতীয় মহিলা কমিশনের তরফে। যদিও তাঁরা জাতীয় মহিলা কমিশনের অফিসে হাজির হননি। এরপরই তাঁদের আবারও নোটিশ পাঠানো হয়েছে। আরও পড়ুন: Sushant Singh Rajput Death: 'প্রতিদিনই হুমিক ফোন পাচ্ছি', দাবি সুশান্ত সিং রাজপুতের মরদেহ নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স চালকের

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা টুইট করে নোটিশ পাঠানোর কথা জানান। নোটিশ পাওয়ার পরও তাঁরা দেখা না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। ১৮ অগাস্ট সকাল সাড়ে এগারোটার মধ্যে জাতীয় মহিলা কমিশনের অফিসে ওই তারকাদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।