National Film Awards 2024: কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাহিনি ও পরিচালিত 'কাবেরী অন্তর্ধান'(Kaberi Antardhan) ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা সিনেমার পুরস্কার জিতল। এমার্জেন্সির সময়কালে উত্তরবঙ্গে ভালবাসা ও অপরাধমূলক ঘটনা নিয়ে তৈরি হওয়া দুরন্ত এই সিনেমাটি প্রযোজনা করেন নিসপাল সিং। প্রসেনজিত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন-র মত স্বনামধন্যরা এই সিনেমায় অভিনয় করেন। ব্রহ্মাস্ত্র-পার্ট ১ সিনেমার কেশারিয়া সিনেমার জন্য বাংলার অরিজিত সিং জিতলেন সেরা গায়কের পুরস্কার। অপরাজিত সিনেমার জন্য সেরা মেকআপ আর্টিস্টের পুরস্কার জিতলেন সোমনাথ কুণ্ডু।
চলতি বছর জাতীয় পুরস্কারে দক্ষিণের সিনেমার জয়জয়কার। ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সিনেমা থেকে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সবই গেল দক্ষিণের ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার পেলেন ঋষব শেঠি। মূলত কান্নাড় ভাষায় তৈরি হওয়া সিনেমা 'কান্তারা'-য় দুরন্ত অভিনয়ের জন্য পুরস্কার পেলেন ৪১ বছরের ঋষব। বছরের সেরা সিনেমার পুরস্কার জিতল মালয়ালাম ভাষার 'আত্তাম'। সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নিত্যা মেনন এবং মানসি পারেখ। আরও পড়ুন-আরজি করে চিকিৎসক ধর্ষণ, খুনকাণ্ডে প্রতিবাদে সরব বলিউড; রাগে, দুঃখে মন্তব্য করিনা, প্রিয়াঙ্কা, হৃতিক, জেনেলিয়াদের
উঁচাই সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কারের জন্য নির্বাচিত করা হল সূরয বারজাটিয়া-কে।। সেরা হিন্দি সিনেমার পুরস্কার দেওয়া হল শর্মিলা ঠাকুর ও মনোজ বাজপেয়ী অভিনীত 'গুলমোহর'। সেরা কনড্ড় ভাষার সিনেমা নির্বাচিত হল কেজিএফ:চ্যাপ্টার ২। সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পাচ্ছেন প্রীতম (গান) ও এআর রহমান (আবহ সঙ্গীত)। সেরা সহকারী অভিনেত্রী হলেন নীনা গুপ্তা (উঁচাই)।