২০২২ সালে মুক্তি পাওয়া সর্বাধিক হিট ছবির মধ্যে নিঃসন্দেহে অন্যতম ‘কান্তারা’ (Kantara)। করোনা পরবর্তী সময়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যে করুণ হাল হয়েছিল তা গত বছরে একেবারেই বদলে গিয়েছে। লোকজন আবার প্রেক্ষাগৃহ মুখী হতে শুরু করেছে। থিয়েটারে গিয়ে ছবি দেখার অনুভূতি সাধারণ মানুষ ভুলতেই বসেছিল। কিন্তু গত বছর থেকে চিত্রটা বদলাতে শুরু করেছে। কন্নড় ছবি ‘কান্তারা’ (Kantara) মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক মহল থেকে সমালোচক মহল সকল স্তরেই প্রশংসা কুড়িয়েছিল। একেবারে ভিন্ন স্বাদের গল্পের এই ছবি রেকর্ড গড়ল প্রেক্ষাগৃহে। কর্ণাটকের থিয়েটারে সেঞ্চুরি হাঁকাল ‘কান্তারা’ (Kantara)। শুক্রবার প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করে ফেলল ছবি (Kantara Completes 100 Days in Karnataka)। ‘কান্তারা’র অভূতপূর্ব সাফল্যে চরম আনন্দিত ছবি নির্মাতারা।
আরও পড়ুনঃ শুটিং চলাকালীন চোট রোহিত শেট্টির, চলেছে অস্ত্রোপচার
কর্ণাটকের প্রেক্ষাগৃহে সফলভাবে ১০০ দিন পার করেছে ‘কান্তারা’ (Kantara Completes 100 Days in Karnataka)। কর্ণাটকের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই কন্নড় ছবি দেশবাসী উপভোগ করেছেন ওটিটি মঞ্চে। অ্যামাজন প্রাইমে (Amazon Prime Video) ছয়টি ভাষায় রয়েছে ছবি। কন্নড়, তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম, তুলু।
'কান্তারা'র সাফল্যে আপ্লূত নির্মাতারাঃ
ಬೆಳಕು..!! ಆದರೆ ಇದು ಬೆಳಕಲ್ಲ ೧00 ದಿನದ ದರ್ಶನ?
Celebrating #DivineBlockbusterKantara 100 Days ?
A film we’ll always cherish, that took us back to our roots n made us fell in awe of our traditions. Kudos everyone who made it happen.#Kantara #100DaysOfKantara pic.twitter.com/FlmySeQBJj
— Hombale Films (@hombalefilms) January 7, 2023
প্রেক্ষাগৃহে সফলভাবে ১০০ দিন পার করার (Kantara Completes 100 Days in Karnataka) আনন্দে দর্শকদের ধন্যবাদ জানালেন নির্মাতারা। ছবির প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি টুইট করে নির্মাতারা লেখেন, ‘আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ‘কান্তারা’র ১০০ দিনের ব্লকব্লাস্টর সাফল্য উদযাপন করছি আমরা। এই ছবিটিকে আমরা সব সময় মনে রাখব। এই ছবির পরতে পরতে মিশে রয়েছে আমাদের ঐতিহ্য, সংস্কৃতি। ছবিটিকে সফল করে তোলার জন্যে প্রত্যককে ধন্যবাদ’।