![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2021/04/bappi-lahiri-380x214.jpg)
মুম্বই, ১ এপ্রিল: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে গায়কের মুখপাত্র জানিয়েছেন। তিনি বলেছেন, "অত্যন্ত সতর্ক থাকা সত্ত্বেও দুর্ভাগ্যক্রমে বাপ্পি লাহিড়ী করোনার ইতিবাচক পরীক্ষা করেছেন। তিনি খুব ভালো আছেন এবং ব্রিচ ক্যান্ডি হাসপাতালে বিশেষজ্ঞের যত্নের অধীনে রয়েছেন। বাপ্পি দাদার পরিবার তাদের সংস্পর্শে আসা লোকজনকে পরীক্ষা করার জন্য অনুরোধ করেছেন।"
মুখপাত্র বলেন, "বাপ্পিদা তাঁর অনুরাগী, বন্ধুবান্ধব, দেশ-বিদেশের প্রত্যেকের আশীর্বাদ এবং শুভেচ্ছা প্রার্থনা করেছেন। বাপ্পিদার পক্ষ থেকে আমরা তাঁর সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের কাছে সুস্থ থাকার বার্তা পৌঁছে দিচ্ছি।" আরও পড়ুন: Mimi Chakraborty : প্রচারে বেরিয়ে পায়ে চোট, ব্যাথায় কাবু মিমি?
মার্চের শুরুর দিকে বাপ্পি লাহিড়ী জানিয়েছিলেন যে তিনি করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। তবে এটি পরিষ্কার নয় যে তিনি ভ্যাকসিনের প্রথম শট নিয়েছিলেন কি না।