Most Searched Asians on Google 2022 (Photo Credits: Instagram)

প্রকাশিত হল বিশ্বের সর্বাধিক সার্চ করা ব্যক্তির তালিকা (Most Searched Asians on Google 2022)। আর সেই তালিকায় দীপিকা এবং আলিয়াকে টপকে গেলেন বলি সুন্দরী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। গুগলে খোঁজার নিরিখে দীপিকা পাডুকন (Deepika Padukone) এবং আলিয়া ভাটকে (Alia Bhatt) পিছনে ফেলে চতুর্থ স্থান দখল করলেন ভিকি (Vicky Kaushal) পত্নী ক্যাটরিনা। আলিয়ায় ভাটের স্থান পঞ্চম নম্বরে। চলচ্চিত্র উৎসবের মঞ্চে শাহরুখের হাতে পুরস্কার তুলে দিলেন শুভশ্রী গাঙ্গুলি, দেখুন

বিশ্বের সর্বাধিক সার্চ করা ব্যক্তির তালিকায় তৃতীয় স্থানে নিজের জায়গা ধরে রেখেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। কোহলি একমাত্র ভারতীয় যিনি এই তালিকায় সেরা তিনের মধ্যে রয়েছেন। তবে গুগলে বিশ্বের সর্বাধিক সার্চ করা ব্যক্তির তালিকায় প্রথম পাঁচে তিন ভারতীয় তারকা রয়েছেন। যা ভারতীয়দের জন্যে অবশ্যই গর্বের।  প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ কোরিয়ার (South Korea) জনপ্রিয় ব্যান্ড বিটিএস (BTS) এর দুই সদস্য। তাইহ্যুং (Taehyung) এবং জংকুক (Jung Kook)।