অজয় দেবগন স্বাধীনতা দিবসের ছবি ওপেনারে হিট (Photo Credits: Instagram)

Mission Mangal Hits Box Office : ভারতের ইসরো (ISRO) থেকে পাঠানো মঙ্গলযান ( Mangalyan) সফলভাবে পৌঁছে যায় মঙ্গলে। আর এর পিছনে কঠিন পরিশ্রম ছিল ইসরোর বিজ্ঞানীদের।তার নেপথ্য কাহিনী এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছে পরিচালক জগন শক্তি ( Jagan Shakti)। বৃহস্পতিবার ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন মুক্তি পেয়েছে অক্ষয় কুমার, বিদ্যা বালান , তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা অভিনীত ছবি "মিশন মঙ্গল" ( Mission Mangal)।

প্রথম দিনেই এই ছবির বক্স অফিস কালেকশন ২৯.১৬ কোটি টাকা। যা অক্ষয় কুমারের কেরিয়ারে এই প্রথম। এর আগে অক্ষয় কুমারের কোনো ছবিই প্রথম দিনে এত ব্যবসা করেনি। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করে জানান চলচ্চিত্র সমালোচক তরুণ আদর্শ। আরও পড়ুন, Saif Ali Khan Happy Birthday: ৪৯- এ পা: সেইফ আলি খানের জন্মদিনে জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য

ঠিক একই দিনে মুক্তি পায়ে জন আব্রাহাম অভিনীত "বাটলা হাউস" ( Batla House)। কিন্তু তারা এতটা ব্যবসা করতে পারেনি। শেষ কয়েকবছরে স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সবথেকে বেশি ব্যবসা করেছে অজয় দেবগন অভিনীত 'সিঙ্ঘম রিটার্নস' ( Singham Returns)। অজয় দেবগনের পাশাপাশি রোহিত শেটটিও 'সিঙ্ঘম রিটার্নস'- এর সেরা পরিচালক হিসেবে এগিয়ে রয়েছেন। সমীক্ষা বলছে,

সিঙ্ঘম রিটার্নস: ৩১.৬৮ কোটি

এক থা টাইগার: ৩০.৬১ কোটি

মিশন মঙ্গল: ২৯.১৬ কোটি

গোল্ড: ২৫.২৫ কোটি

সত্যমেব জয়তে: ২০.৫২ কোটি

অতএব, বলিউডে সিঙ্ঘম রিটার্নসের ধারেকাছে আপাতত কোনো ছবি স্বাধীনতা দিবসের ওপেনার হিসেবে টেক্কা দিতে পারেনি। আশা করা যাচ্ছে "মিশন মঙ্গল" এই সপ্তাহে সফলভাবে ব্যবসা করবে।