মুম্বই, ২৩ মে: এবার সুশান্ত সিং রাজপুতকে (Sushant Singh Rajput) নিয়ে মুখ খুললেন মনোজ বাজপায়ী (Manoj Bajpayee)। সুশান্তের সঙ্গে 'সোনচিড়িয়ায়' অভিনয় করেন মনোজ বাজপায়ী। সেই অভিজ্ঞতা থেকেই সুশান্তের মৃত্যু নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন মনোজ। তিনি বলেন, বলিউড ইন্ডাস্ট্রির রাজনীতি এবং গ্রুপিজমের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারেননি সুশান্ত। বলিউডে পা রাখার পর থেকে একজ তারকা হয়ে উঠতে চান সুশান্ত। কিন্তু ইন্ডাস্ট্রির ভিতরের রাজনীতির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারেননি বলেই শেষ হয়ে যান।
এসবের পাশাপাশি 'ফ্যামিলি ম্যান' অভিনেতা আরও বলেন, সুশান্তের সঙ্গে তিনি যখন 'সোনচিড়িয়ায়' স্ক্রিন শেয়ার করেন, তখন দেখতেন কত সুন্দর মনের মানুষ ছিলেন এসএসআর। কোনও অহংবোধ সুশান্তের ছিল না। ফলে তিনি যখন সেটে মটন নিয়ে যেতেন, তখন তা খেতে চলে আসতেন সুশান্ত। মনের দিক থেকে সুশান্ত একেবারে ছোটই ছিলেন বলেও মন্তব্য করেন মনোজ বাজপায়ী।