Meena Kumari Biopic (Photo Credits: Twitter)

বায়োপিকে মীনা কুমারী (Meena Kumari)। বলিউডে ‘দ্য ট্র্যাজেডি কুইন’নামে খ্যাত অভিনেত্রীর জীবনীচিত্র তৈরি হতে চলেছে। তবে এই ছবি ঘিরে রয়েছে এক বিশেষ চমক। ষাট এবং সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিক (Meena Kumari Biopic) দিয়ে পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে বলিউডের খ্যাতনামা পোশাকশিল্পী মণীশ মালহোত্রা (Manish Malhotra)। যার হাতের নকশায় সেজে ওঠেন আলিয়া থেকে অনন্যা সকলেই। বলিউডের জমকালো পার্টি হোক কিংবা তারকাদের বিয়ে মণীশ মালহোত্রার নকশায় চোখ বন্ধ করে বিশ্বাস করেন তারকারা। এবার সেই পোশাকশিল্পী মণীশ মালহোত্রাই নিতে চলেছেন চলচ্চিত্র পরিচালনার গুরুভার।

সদ্যই এক সাক্ষাৎকারে মণীশ (Manish Malhotra) জানান, চলচ্চিত্র পরিচালনার ইচ্ছা তাঁর বহু দিনের। প্রথম ছবিতেই জনপ্রিয় অভিনেত্রী মীনা কুমারীর বায়োপিক। জানা যাচ্ছে, নিজের প্রথম ছবির জন্যে ইতিমধ্যে অভিনেত্রীও চূড়ান্ত করে ফেলেছেন মণীশ। পর্দায় মীনা কুমারী হতে চলছেন এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। ছবি প্রযোজনার দায়িত্বে থাকছে ভূষণ কুমারের সংস্থা টি-সিরিজ (T-Series)। ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও ছবি ঘিরে এখনও কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে।

বলিউডে ‘দ্য ট্র্যাজেডি কুইন’ নামে পরিচিত মীনা কুমারী (Meena Kumari) মাত্র ৩৮ বছর বয়সে মারা গিয়েছিলেন। যকৃতের অসুখ প্রাণ কেড়েছিল শিল্পীর। তবে স্বল্প দিনের চলচ্চিত্র কেরিয়ারে ৯০টি ছবি তিনি উপহার দিয়েছেন তাঁর দর্শকদের। প্রয়াত অভিনেত্রীকে শ্রদ্ধা নিবেদন করতেই তাঁর বায়োপিক তৈরির সিদ্ধান্ত নিয়েছেন পোশাকশিল্পী মণীশ মালহোত্রা।