Parineeti Chopra and Raghav Chadha Wedding (Photo Credits: Instagram)

মুম্বই, ২৫ সেপ্টেম্বরঃ অবশেষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপ সাংসদ রাঘব চাড্ডা (Parineeti Chopra and Raghav Chadha Wedding)। মে মাসে যুগলের বাগদানের পর থেকেই তাঁদের বিয়ের দিনের অপেক্ষায় রাত গুনেছে ভক্তমহল। রবিবার ২৪ সেপ্টেম্বর উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় বিবাহ সেরেছেন রাঘব-পরিণীতি। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের উপস্থিতিতে এক হয়েছে যুগলের চারহাত। অতিথি তালিকায় ছিলেন বলিউডের বেশ কিছু তারকা সহ রাজনৈতিক ব্যক্তিত্বরাও। দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal ) আপ সাংসদের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন। ছিলেন পাঞ্জাব মুখ্যমন্ত্রী ভগবন্ত মনও।

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

ঘিয়ে রঙের বিয়ের পোশাকে সেজে উঠেছিলেন নায়িকা। কনের পরনে ছিল ঘিয়ে রঙের নকশা করা জমকাল ল্যাহেঙ্গা। বরের পরনে ছিল সাদা রঙের শেওয়ানি। মাথায় বেধেছিলেন শেহরা। নায়িকার পোশাক (Parineeti Chopra Wedding Dress) নকশা করেছিলেন বলিউডের খ্যাতনামা পোশাকশিল্পী মণীশ মালহোত্রা (Manish Malhotra)। হ্যান্ড এমব্রয়ডারি করা পরিণীতির ল্যাহেঙ্গায় মণীশ ব্যবহার করেছেন সোনার সুতো। এছাড়াও ব্লাউজ এবং মাথায় ওড়না মুক্তো দিয়ে অলঙ্কৃত। নায়িকার ওড়নায় দেবনাগরী হরফে লেখা হয়েছে রাঘবের নাম। এই পোশাক তৈরি করতে সময় লেগেছে ২৫০০ ঘণ্টা। দিনের হিসাব করলে তা দাঁড়ায় ১০৪ দিন।

পরিণীতির বিয়ের গয়নায় ব্যবহার করা হয়েছে রাশিয়ান পান্না এবং হিরে। গলার হার, কানের দুল, মাথার টিকলি, হাতের চুড়ি সমস্ত কিছুতেই রাশিয়ান পান্না আর হিরের অসাধারণ যুগলবন্দী নজর কেড়েছে।