মুম্বই, ২৯ ডিসেম্বর: ফের ভাইরাল সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ভিডিয়ো। মৃত্যুর আগে এটাই সুশান্তের শেষ ভিডিয়ো বলে দাবি করা হয়। যা দেখে একের পর এক মন্তব্য উঠে আসতে শুরু করেছে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) কী করেছেন বলে প্রশ্ন তোলেন প্রয়াত অভিনেতার অসংখ্য অনুরাগী। এমনকী মৃত্যুর আগে সুশান্তের এই অবস্থার জন্য রিয়া চক্রবর্তী দায়ি বলে দাবি করেন নেটিজেনদের একাংশ। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়। সুশান্তের সঙ্গে রিয়া এমন কী করলেন যে অভিনেতার গলা থেকে শব্দ বেরোচ্ছে না বলেও মন্তব্য করেন অনেকে। ফলে মৃত্যুর আগে সুশান্ত সিং রাজপুতের এই ভিডিয়ো নিয়ে শুরু হয়ে যায় শোরগোল।
View this post on Instagram
সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বিস্পোরক অভিযোগ করেন কুপার হাসপাতালের মর্গের এক কর্মী। মুম্বইয়ের কুপার হাসপাতালের ওই কর্মী দাবি করেন, সুশান্তের মৃতদেহ যখন তিনি দেখেন, প্রয়াত অভিনেতার শরীরে ক্ষতর দাগ ছিল। এমনকী, মৃত্যুর আগে সুশান্তকে চোখে ঘুষি মারা হয় বলেও অভিযোগ করেন ওই ব্যক্তি।
কুপার হাসপাতালের ওই কর্মীর দাবির পর ফের সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে শোরগোল শুরু হয়েছে।