Shah Rukh Khan: শাহরুখকে 'পাঠান' না করার 'পরামর্শ', এসআরকে অনুরাগীদের তোপে অভিনেতা
Shah Rukh Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ২৪ জুলাই:  'পাঠান' মুখ থুবড়ে পড়বে। তাই শাহরুখ খান (Shah Rukh Khan)  যেন পাঠান-এর (Pathaan) শ্যুট না করেন। এসআরকে-কে (SRK) উদ্দেশ্য করে এমনই মন্তব্য করলেন কামাল আর খান। নিজের সোশ্যাল হ্যন্ডেলে কে আর কে ট্যুইট করেন। সেখানে তিনি বলেন, শাহরুখ যেন কোনওভাবেই পাঠান-এ কাজ না করেন। কারণ ওই ছবি দর্শকের মন পাবে না। কে আর কে আরও বলেন, এর আগে তিনি শাহরুখকে 'হ্যাপি নিউ ইয়ার', 'ফ্যান' করতে না করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ওই ছবিগুলি বক্স অফিসে সাফল্য পাবে না। তাই হয়। এবারওতাই তিনি শাহরুখকে পাঠান নিয়ে সতর্ক করছেন বলে জানান কামাল আর খান।

 

কে আর কে-র (KRK) ওই ট্যুইটে চোটে যান শাহরুখ ভক্তরা।কেউ বলেন, কে আর কে ভুলে যাচ্ছেন, 'হ্যাপি নিউ ইয়ার' ব্লক বাস্টার ছিল। ১০০ কোটির ছবিতে ৪০৮ কোটির ব্যবসা দেওয়া সিনেমা কীভাবে ডিজাস্টার হয় বলে প্রশ্ন তোলেন অনেকে। আর পাঠান তো ব্লক বাস্টারই হবে বলেও জোর গলায় দাবি করেন অনেকে।

আরও পড়ুন: Monkeypox: কেরলের পর দিল্লিতে ধরা পড়ল মাঙ্কিপক্সের প্রথম সংক্রমণ, বাড়ছে আতঙ্ক

ফলে পাঠান নিয়ে শাহরুখকে 'আগ বাড়িয়ে' পরামর্শ দিতে গিয়ে কার্যত সামোলচনার মুখে পড়েন কামাল আর খান।