মুম্বই, ১৮ সেপ্টেম্বরঃ বলিউড অভিনেত্রী জারিন খানের (Zareen Khan) বিরুদ্ধে উঠল আর্থিক প্রতারণার অভিযোগ। নায়িকার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শিয়ালদহ কোর্ট। বছর পাঁচেক আগে ২০১৮ সালে কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা জারিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আদলতের দারস্ত হয়েছিল। এবার সেই মামলায় অভিযুক্ত অভিনেত্রীর বিরুদ্ধে দিন তিনেক আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে শিয়ালদহের ওই আদালত। জানা যাচ্ছে, নারকেলডাঙা থানায় অভিনেত্রীর (Zareen Khan) বিরুদ্ধে এফআইআর রুজু করেছিল ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। তদন্তকারী অফিসার চার্জশিটও পেশ করেছেন আদালতে। কিন্তু বার বার তলব করা সত্ত্বেও কোর্টে হাজির হননি জারিন। এরপরেই আদালত সলমন খানের নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
জারিনের (Zareen Khan) বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে কলকাতায় কালি পুজোর অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে বলি নায়িকার সঙ্গে যোগাযোগ করেছিল ওই সংস্থা। সেই মর্মে অগ্রিম ১২ লক্ষ টাকাও নিয়েছিলেন জারিন। কিন্তু শেষমেশ অনুষ্ঠানে আসেননি তিনি। এরপরেই ক্ষেপে যায় সংস্থা। টাকা নিয়ে 'অপেশাদার' অভিনেত্রী অনুষ্ঠানে আসেননি অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। তবে অভিনেত্রী একা নন, এই মামলায় দ্বিতীয় অভিযুক্ত জারিনের প্রাক্তন ম্যানেজার। যিনি নায়িকার হয়ে সংস্থার সঙ্গে সমস্ত কথাবার্তা বলেছিলেন। যদিও মামলায় তিনি আদালতে হাজিরা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছেন।
এই প্রসঙ্গে নায়িকার সঙ্গে যোগাযোগ করলে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কাছে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। জারিন (Zareen Khan) জানান, এই বিষয়ে তিনি অবগত নয়। তিনি নিজেও হতবাক হয়েছেন।