Aamir Khan: ভারতীয় ক্রিকেটারদের নামই জানেন না আমির খান? দেখুন
Aamir Khan, Karan Johar, Kareena Kapoor Khan (Photo Credit: Twitter)

মুম্বই, ৫ অগাস্ট: ভারতীয় দলের ৩ ক্রিকেটারের নাম জিজ্ঞাসা করা হয়েছিল আমির খানকে (Aamir Khan)। যার উত্তর দিতে গিয়ে কার্যত ভ্যাবাচ্যাকা খেয়ে যান আমির। শুধু তাই নয়, বিরাট কোহলির নাম বলে রোহিতের নাম নেন আমির। তবে রোহিতের সঙ্গে জুড়ে দেন শেট্টি (রোহিত শেট্টি , বলিউডের জনপ্রিয় পরিচালক) পদবী। যা শুনে কার্যত হেসে ফেলেন করণ জোহর এবং করিনা কাপুর খান। আমির খান নিজেও বুঝতে পারছিলেন না যে তিনি কী বলবেন।

সবকিছু মিলিয়ে কফি উইথ করণের (Karan Johar)এই এপিসোডে আমির খানের উত্তর শুনে নেটিজেনদের মধ্যেও হাসাহাসি শুরু হয়ে যায়। বলিউডে মিস্টার পারফেকশনিস্ট নামে খ্যাত আমির খান ভারতীয় ক্রিকেেটারদের নাম জানেন না দেখে অবাক হয়ে যান অনেকেই।

প্রসঙ্গত 'লাল সিং চাড্ডা' মুক্তি পায়নি এখনও। 'লাল সিং চাড্ডা' উপলক্ষ্যেই এবার আমির খান এবং করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) একসঙ্গে করণ জোহরের চ্যাট শোয়ে হাজির হন।