মুম্বই, ২১ মার্চঃ বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কিরণ খের (Kirron Kher) করোনায় আক্রান্ত হয়েছেন। বিগত কিছুদিন ধরেই দেশে কোভিড (Covid 19) সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে। প্রায় ৫ মাস পর আবার দেশে একদিনে করোনা রোগীর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।
সোমবার প্রবীণ অভিনেত্রী নিজের করোনা আক্রান্ত (Kirron Kher Covid Positive) হওয়ার সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানান, ‘আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছেন বিগত কয়েক দিনে দয়া করে তাঁরা নিজের কোভিড টেস্ট করিয়ে নেবেন'।
I have tested positive for Covid. So anyone who has come in contact with me please get yourself tested.
— Kirron Kher (@KirronKherBJP) March 20, 2023
বর্ষীয়ান অভিনেত্রীর করোনা সংক্রামিত হওয়ার খবর জানা মাত্রই উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। কিরণ খেরের (Kirron Kher) স্বাস্থ্যের খবর জানতে চেয়ে একের পর এক টুইট করছেন ভক্তকুল। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনাও করছেন সকলে।
২০২১ সালে কিরণ খের মাল্টিপল মাইলোমায় আক্রান্ত হয়েছিলেন। যা এক ধরণের ব্লাড ক্যানসার। তবে ক্যানসারকে পরাজিত করে আবার কাজে ফিরেছেন তিনি।